January OTT Release: নতুন বছরে বিভিন্ন ওটিটিতে এক ঝাঁক নতুন সিনেমা-সিরিজ, কোনটা দেখবেন?
নতুন বছরে নতুন মাস শুরু। গত বছরের মতো এই বছরেও একাধিক ওয়েব সিরিজ ও সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এক ঝলকে দেখে নেওয়া যাক এই মাসে কোন কোন সিরিজ বা সিনেমায় নজর থাকতে পারে দর্শকদের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকৌন বনেগা শিখরবতী: ৭ জানুয়ারি থেকে দেখা যাবে জি ফাইভ অ্যাপে। এই ওয়েব সিরিজে দেখা যাবে নাসিরউদ্দিন শাহ, লারা দত্ত, সোহা আলি খান, কৃত্তিকা কামরা সহ অনেককে।
ক্যাম্পাস ডাইরিজ: এমএক্স প্লেয়ারকে এই সিরিজ মুক্তি পাবে ৭ জানুয়ারি। মুখ্য চরিত্রে দেখা যাবে হর্ষ বেনিওয়াল, ঋত্বিক শহর, সালোনি পটেল, অভিনব শর্মা, সৃষ্টি গঙ্গোপাধ্যায় প্রমুখকে।
হিউম্যান: শেফালি শাহ ও কীর্তি কুলহারি অভিনীত সিরিজটি ডিজনি প্লাস হটস্টারে দেখতে পাওয়া যাবে। মুক্তি পাবে ১৪ জানুয়ারি।
গহেরাইয়াঁ: দীপিকা পাড়ুকোন, সিদ্ধান্ত চতুর্বেদী ও অনন্যা পাণ্ডে অভিনীত প্রেম কাহিনি। সিনেমাটি মুক্তি পাবে অ্যামাজন প্রাইম ভিডিওয়, ২৫ জানুয়ারিতে। শকুন বাত্রা পরিচালনা করেছেন এই ছবির।
ইয়ে কালি কালি আঁখে: নেটফ্লিক্সে ১৪ জানুয়ারি মুক্তি পাচ্ছে এই ওয়েব সিরিজটি। অভিনয়ে দেখা যাবে তাহির রাজ ভাসিন, শ্বেতা ত্রিপাঠী, আঁচল সিংহ, সৌরভ শুক্ল, বৃজেন্দ্র কালা ও অরুণোদয় সিংহকে।
রুদ্র: অজয় দেবগণ অভিনীত 'রুদ্র' দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার। তবে এই 'সাইকোলজিক্যাল ক্রাইম ড্রামা'র মুক্তির তারিখ ঘোষণা করা হয়নি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -