সচিন-অঞ্জলি থেকে বিরাট-অনুষ্কা, ফিরে দেখা ক্রিকেটারদের লাভ স্টোরি
ভারতীয় ক্রিকেটার ও তাঁদের লাভ স্টোরি সম্পর্কে সবারই আগ্রহ থাকে। বিশেষ করে বিরাট, সচিন, রোহিতদের মতো তারকা ক্রিকেটার হলে তো কথাই নেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় ক্রিকেটের সবচেয়ে আলোচিত ও হিট দম্পতি বিরাট-অনুষ্কা। ২০১৩ সালে একটি বিজ্ঞপনী শ্যুটিংয়ে অনুষ্কার সঙ্গে দেখা হয় ভারতের টেস্ট অধিনায়কের।
যুবরাজ সিংহ এবং হ্যাজেল কিচের প্রেমের গল্প কোনও ছবির গল্পের চেয়ে কম নয়। একটি সাক্ষাৎকারে যুবরাজ বলেছিলেন যে হ্যাজেলের বন্ধু হতে তাঁর অনেক মাস লেগেছিল।
দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর ২০১৭ সালে ইতালিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হন বিরাট-অনুষ্কা। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীদের একজন অনুষ্কা।
তিন মাস ফেসবুকে যুবির ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করেননি হ্যাজেল। দুজনের পরিচয় হয় এক কমন ফ্রেন্ডের মাধ্যমে। এরপর শুরু হয় কথা বলার প্রক্রিয়া তারপর বন্ধুত্ব রূপ নেয় প্রেমে। এরপর ২০১৬ সালে হ্যাজেলকে বিয়ে করেন যুবরাজ।
রীতিকা সাজদেহ রোহিত শর্মার স্ত্রী। তিনি আগে স্পোর্টস ইভেন্ট ম্যানেজার ছিলেন।
সচিন তেন্ডুলকর ও তাঁর স্ত্রী অঞ্জলি তেন্ডুলকরের প্রেমের গল্পও বেশ মজাদার। ১৯৯০ সালে ইংল্যান্ড সফরে এসেছিলেন সচিন। সেখানেই দুজনের দেখা।
রোহিত এবং রীতিকা বন্ধু ছিলেন। এরপর তাঁরা প্রায় ৬ বছর ডেট করেন। তারপরে ২০১৫ সালে বিয়ে করেন।
১৯৯৪ সালে সচিন ও অঞ্জলি বাগদান করেন। এরপর ১৯৯৫ সালে তাঁদের বিয়ে হয়। অঞ্জলি পেশায় চিকিৎসক ছিলেন। তিনি সচিনের থেকে ৬ বছরের বড়। সাগরিকা ঘাটগে, যিনি একজন বলিউড অভিনেত্রী ছিলেন, চক দে ইন্ডিয়া ছবি থেকে বেশ পরিচিতি পেয়েছিলেন। জহির খান এবং তার ডেটিং-এর গুঞ্জন খুব আলোচিত হয়েছিল। এরপর যুবরাজ সিংয়ের বিয়েতেও দেখা যায় দুজনকে। এরপর 2017 সালে সাগরিকাকে বিয়ে করেন জহির।
সাগরিকা ঘাটগে, যিনি একজন বলিউড অভিনেত্রী ছিলেন, চক দে ইন্ডিয়া ছবি থেকে বেশ পরিচিতি পেয়েছিলেন। তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার জাহির খানের স্ত্রী। ২০১৭ সালে সাগরিকাকে বিয়ে করেন জহির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -