Nushrratt Bharuccha Birthday: নুসরত ভারুচার অজানা দিকগুলো সম্পর্কে জানা আছে?
আজ জন্মদিন বলিউড অভিনেত্রী নুসরত ভারুচার। তাঁর সম্পর্কে জেনে নেওয়া যাক অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'পেয়ার কা পঞ্চনামা', 'ড্রিম গার্ল', 'সোনু কি টিটু কি সুইটি' এবং আরও নানা ছবিতে অভিনয় করে দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছেন নুসরত ভারুচা। খুব অল্প দিনেই বলিউডে পায়ের তলার মাটি শক্ত করে নিয়েছেন অভিনেত্রী।
অনেকের ধারণা 'পেয়ার কা পঞ্চনামা' ছবি দিয়েই বলিউডে আত্মপ্রকাশ হয় নুসরত ভারুচার। কিন্তু এই ছবি দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গেলেও এই ছবি অভিনেত্রীর ডেবিউ ছবি নয় একেবারেই। বরং এর আগে 'জয় মা সন্তোষী' ছবিতে অভিনয় করেন তিনি। সেটিই তাঁর বলিউডে প্রথম ছবি।
'জয় মা সন্তোষী' ছবি দিয়ে বলিউডে ডেবিউ করার পর 'কাল কিসনে দেখা', 'লভ সেক্স অউর ধোকা' ছবিতেও অভিনয় করেন। করেছেন 'তাজমহল' নামে একটি তেলুগু ছবিও।
নুসরত ভারুচার অভিনয় জীবন শুরু হয় ছোট পর্দা দিয়ে। টেলিভিশনের জনপ্রিয় দারাবাহিক 'কিট্টি পার্টি' দিয়ে অভিনয় শুরু করেন তিনি।
সকলেই 'স্লামডগ মিলেনিয়ার' ছবির জনপ্রিয়তার কথা জানেন। কিন্তু এটা কি জানেন, এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করার কথা ছিল নুসরত ভারুচার। কিন্তু কোনও কারণবশত এই ছবিতে তাঁর কাজ করা হয়নি।
শোনা যায়, বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানের সঙ্গে সম্পর্কে ছিলেন নুসরত ভারুচা। যদিও কার্তিক আরিয়ান কিংবা অভিনেত্রী কেউই এই সম্পর্কের কথা মুখে স্বীকার করেননি।
একবার এক সাক্ষাৎকারে নিজের স্বপ্নের প্রোজেক্টের কথা জানিয়েছিলেন নুসরত ভারুচা। তিনি মধুবালার বায়োপিকে অভিনয় করতে চান বলে জানান।
কোনও ছবির জগতের পরিবার থেকে বলিউডে পা রাখেননি নুসরত ভারুচা। তাঁর মা একজন গৃহবধূ। এবং তাঁর বাবা মুম্বইয়ের একজন ব্যবসায়ী।
জানা যায়, জ্যোতিষীর পরামর্শমতোই নিজের নামের বানান জটিল করে লেখেন নুসরত ভারুচা। অভিনেত্রীকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -