Nusrat Jahan: বিদেশ সফরে গিয়ে ফ্লোরাল পোশাকে রঙিন নুসরত, ক্য়ামেরার পিছনে যশ?
: ফের বিদেশ সফরে যশ দাশগুপ্ত (Yash Dashgupta) ও নুসরত জাহান (Nusrat Jahan)। সোশ্যাল মিডিয়ায় বিমানবন্দর থেকে ছবি শেয়ার করে নিয়েছিলেন তাঁরা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআর এবার বিদেশ থেকে ছবি শেয়ার করে নিয়েছেন তাঁরা। ফ্লোরাল পোশাকে ঝলমল করছেন নুসরত। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত ছবি শেয়ার করে নিয়েছেন নায়িকা।
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় যশের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন নুসরত। সেখানে দেখা গিয়েছিল, একে অপরের কাছাকাছি নুসরত জাহান ও যশ দাশগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় এই প্রথম এতটা অকপট তাঁরা। মুখে হাসি, একে অপরের চোখে যেন হারিয়ে গিয়েছেন টলিউডের সম্ভবত সবচেয়ে চর্চিত জুটি।
বসন্তের অর্থ যেন 'যশরত'-এর নতুন এই ছবি। সোশ্যাল মিডিয়ায় একই ছবি শেয়ার করে নিয়েছিলেন যশও। তবে কিছুক্ষণ পরেই ছবিটি ডিলিট করে দেন তিনি। শেয়ার করা ছবির সঙ্গে নুসরত লেখেন, 'শেষদিন রাতের গল্প।'
এর পর সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও শেয়ার করে নিয়েছেন নুসরত। এয়ারপোর্টে খুনসুটিতে মাতলেন দুই তারকা। কখনও যশকে জড়িয়ে ধরে আদর নুসরতের, কখনও আবার নুসরতকে মালপত্রের ওপর বসিয়ে নিয়ে যাচ্ছেন যশ। প্লেনের মধ্যে ঘুমন্ত নুসরতের ছবি ক্যামেরাবন্দি করে রেখেছেন যশ।
আজ সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন নুসরত। সেখানে ফ্লোরাল পোশাক পরে রয়েছেন তিনি। ক্যাপশনে তিনি লিখলেন, 'আমি ভঙ্গুর কিন্তু ফুলের মত নয়, ব্যোম-এর মত।' নীল টি শার্টে এরই জায়গায় ছবি শেয়ার করে নিয়েছেন যশও।
সদ্য সোশ্যাল মিডিয়ায় নুসরতের সঙ্গে ছবি শেয়ার করে নিয়েছেন যশও। নায়কের শেয়ার করা নতুন ছবিতে নুসরত ও তাঁর পিছনে দেখা যাচ্ছে নীল সমুদ্র। নায়ক নায়িকা দুজনের চোখেই রোদচশমা। যশ পরেছেন রিপড ডেনিম জ্যাকেট ও জিন্স।
নুসরত পরেছিলেন শর্ট জেনিম ও রঙিন ক্রপটপ। একটি ছবিতে দুজনেই তাকিয়ে আছেন ক্যামেরার দিকে। অন্য ছবিতে একে অপরের দিকে তাকিয়ে রয়েছেন এই প্রেমিক যুগল। এর আগে সোশ্যাল মিডিয়ায় মাত্র দুবার নুসরতের সঙ্গে ছবি ভাগ করে নিয়েছিলেন যশ। একবার সরস্বতী পুজোর সময়, অন্যবার বিমানবন্দরে সফর করার আগে। তবে সেই ছবির থেকে অনেক বেশি গভীর যশের আপলোড করা আজকের ছবি। বসন্তে যুগলের প্রেম বাড়ছে বৈকি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -