Nusrat Jahan Photos: 'বিয়ে আর লিভ ইনের পার্থক্য বুঝতে শিখুন' নুসরতের নতুন ছবিতে কটাক্ষ নেটাগরিকদের
সকালের নরম রোদে নিজের বাগানে সময় কাটাচ্ছেন নুসরত জাহান। চোখে চশমা আর এলো চুল। মুখে একটুও মেক আপ না থাকলেও ঝলমল করছেন অভিনেত্রী। তবে ক্যাপশানে রইল চমক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআজ সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি আপডোল করেন নুসরত। ক্যাপশানে লেখেন, ' মানবজমিনে একটু সার দিলাম যাতে তারা বেড়ে ওঠে ।' ক্যাপশানে যেন তাঁকে ঘিরে সমস্তরকম কটাক্ষের উত্তর দিলেন নুসরত।
কেবল সবাইকে ক্ষত সারিয়ে ওঠার বা ভালো থাকার উপদেশই দিলেন না অভিনেত্রী, নিজেও ভালো থাকতে শিখছেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় যশের আপলোড করা ছবিতে একেবারে খোলাখুলি মন্তব্য করেছিলেন তিনি। নেটিজেনদের কটাক্ষের শিকারও হয়েছিলেন। তবে তাতে তোয়াক্কা নেই 'যশরত'-এর। নিজেদের দুনিয়াতেই মজে তাঁরা।
নুসরত জাহানের মাতৃত্ব নিয়ে তোলপাড় রাজনীতি থেকে শুরু করে নেটদুনিয়া। নুসরতের সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন রয়েছে সকলের মনে। নুসরতের 'প্রাক্তন' স্বামী নিখিল জৈন জানিয়েছেন, এই সন্তান তাঁর নয়। আর নুসরতের সঙ্গে যশ দাশগুপ্তের সম্পর্কের ঘনিষ্ঠাতার সুযোগ নিয়ে সোশ্যাল মিডিয়া জুড়ে ঘোরাফেরা করছে একটাই প্রশ্ন, 'নুসরতের সন্তানের পিতা কী যশ?' এবিষয়ে অবশ্য মুখে কুলুপ এঁটেছেন নুসরত-যশ দুজনেই।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি কেকের ছবি শেয়ার করেন নুসরত। সেই ছবিতে সাদা কেকের ওপর গাঁথা রইল দুটো ছোট্ট ছোট্ট নীল ও গোলাপি জামার ট্যাগ।
কেকে লেখা, 'ছেলে না মেয়ে?' ছবি শেয়ার করে কেক যাঁরা পাঠিয়েছেন, তাঁদের ধন্যবাদ জানালেন নায়িকা। আর নেটিজেনদের ফের একবার বার্তা দিলেন, জল্পনা সরিয়ে, মাতৃত্ব উদযপনে খুশিতেই দিন কাটছে তাঁর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় নিজেই নিজের বেবি বাম্পের ছবি পোস্ট করেছিলেন নুসরত। সাদা কালো প্রিন্টের পোষাকে সবুজের কোলে দাঁড়িয়ে রয়েছেন নুসরত জাহান। এলো চুল ছুঁয়েছে কাঁধ।
তই বিতর্ক থাকুক না কেন তাঁকে নিয়ে, সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নিজেকে একটু একটু করে মেলে ধরছেন অভিনেত্রী সাংসদ।
ক্যাপশানে ঘরে ফেরার কথা আর ছবি জুড়ে এই প্রথমবার স্পষ্ট নুসরতের বেবি বাম্প। রাখঢাক নয়, নুসরতের ছবি বলে দিচ্ছে, মাতৃত্ব তাঁর কাছে গর্বের।
আজ নুসরত মানবজমিনে সার দেওয়ার কথা লিখেছেন। তার ছবিতে একজন নেটাগরিক লিখেছেন, 'আপনি কিছুটা সার নিজের ওপরও ছড়িয়ে দিন। তাতে লিভ ইন আর বিয়ের পার্থক্য যদি বোঝেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -