বেবি বাম্পের ছবি পোস্ট নুসরতের, ক্যাপশানে ঘরে ফেরার গান

সাদা কালো প্রিন্টের পোষাকে সবুজের কোলে দাঁড়িয়ে রয়েছেন নুসরত জাহান। এলো চুল ছুঁয়েছে কাঁধ। যতই বিতর্ক থাকুক না কেন তাঁকে নিয়ে, সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নিজেকে একটু একটু করে মেলে ধরছেন নুসরত জাহান।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
আজ সোশ্য়াল মিডিয়ায় নিজের ৩টি ছবি শেয়ার করেন তিনি। ক্যাপশানে লেখেন, 'হারিয়ে যাওয়া পাখিটিকে ঘরের পথ দেখাও'

ক্যাপশানে ঘরে ফেরার কথা আর ছবি জুড়ে এই প্রথমবার স্পষ্ট নুসরতের বেবি বাম্প। রাখঢাক নয়, নুসরতের ছবি বলে দিচ্ছে, মাতৃত্ব তাঁর কাছে গর্বের।
গতকালই সোশ্যাল মিডিয়ায় নিজের কিছু ছবি শেয়ার করেছিলেন নুসরত। আকাশী রঙের পোশাকে ঝলমল করছেন তিনি। মাথায় ফুল, মুখে আলগা হাসি।
ক্যাপশানেই ছিল শ্যুটিং ফ্লোরে ফেরার কথা। অন্তঃস্বত্ত্বা অবস্থাতেই কাজ করছেন তিনি।
তবে নুসরতের শেয়ার করে সেই ছবিতে স্পষ্ট ছিল না তাঁর বেবি বাম্প। ছবিতে আগের মতই ঝলমল করছেন তন্বী নুসরত।
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় বাগান পরিচর্যার ছবি শেয়ার করেছেন নুসরত। বাড়ির ব্যালকনিতে গাছে জল দিচ্ছেন নুসরত। তাঁর মুখে হাসি। নুসরতের ছবিতে স্পষ্ট তাঁর মুখের আলগা মাতৃত্বের লালিত্য।
সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করে নুসরত লিখেছেন, 'নিজেকে ভালো রাখার ক্ষমতা তোমার মধ্যেই আছে। নেটিজেনরাও অনেকে নুসরতের এই পোস্টে ভালোবাসা জানিয়েছেন।'
কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের একটি ছবি পোস্ট করে নুসরত লেখেন, 'আমি নিজেকে নিজে বিশ্বাস করি'। রাজনীতি ও ব্যক্তিগত জীবনে যতই ঝড় চলুক, নুসরত তার মধ্যেই খুঁজে নিয়েছেন ভালো থাকা ও শান্তির রাস্তা।
ছবি সৌজন্যে: নুসরত জাহানের ইনস্টাগ্রাম
- - - - - - - - - Advertisement - - - - - - - - -