Oscars 2023: অস্কারের মঞ্চে নজর কাড়লেন দীপিকা

Deepika Padukone in Oscars 2023: অস্কার ২০২৩ এর রেড কার্পেটে রাজকীয় দীপিকা। দীপিকার ঘোষণাতেই অস্কারের মঞ্চে অনুষ্ঠিত হয় ভারত থেকে মনোনীত নাটু নাটু। এবার সেই নাটুনাটু-ই অস্কারের আকাশ ছুঁয়ে গেল।

অস্কারের মঞ্চে নজর কাড়লেন দীপিকা

1/10
অস্কার ২০২৩ এর রেড কার্পেটে রাজকীয় সাজে বলিউড ডিভা দীপিকা পাড়ুকোন।
2/10
মূলত এই বছর অস্কারের মঞ্চে তিনি ভারতের তরফে উপস্থাপক হিসেবে উপস্থিত ছিলেন।
3/10
দীপিকার ঘোষণাতেই অস্কারের মঞ্চে অনুষ্ঠিত হল ভারত থেকে অরিজিনাল মনোনীত নাটু নাটু।
4/10
আর এই মুহূর্তে সেই রেশকেই উসকে গিয়েই অস্কারের দিগন্ত ছুঁয়ে গিয়েছে 'নাটুনাটু।'
5/10
অস্কারের মঞ্চে নজর কাড়লেন দীপিকা। কালো গাউনে আরও যেনও রাজকীয় বলিউড ডিভা।
6/10
গলায় হিরের নেকলেস, যার লকেট হিসেবে একটি হলুদ রত্ন খচিত রয়েছে। বলাই বাহুল্য সুন্দরী দীপিকার রুপ যেনও আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছে।
7/10
তবে গলায় হিরের মালার সঙ্গেই তাল রেখে মানানসই রিং। ব্রেসলেট ও নেকলেসে আরও বেশি সুন্দর হয়ে উঠেছেন দীপিকা।
8/10
গ্রাউনের সঙ্গেই গ্লাভস এবং সেই গ্লাভসের উপরেই নেকলেস এবং ব্রেসলেট পরেছেন দীপিকা।
9/10
স্লিভলেস পোশাকের সঙ্গে তার মেকাপও দুর্দান্ত চোখ টেনেছে। তার ডিপ শেডে আইলাইনার এবং তার যাবতীয় মেকাআপে বেশ ডিটেলিং করা হয়েছে।
10/10
তবে এই প্রথমবার নয়, এর আগেও বিশ্বের একাধিক প্ল্যাটফর্মে ভারতীয় সিনেমাকে তিনি তুলে ধরে ধরেছেন। ২০২২ সালে তিনি কান ফিল্ম ফেস্টিভ্যালে জুরি সদস্য হিসেবে স্থান পেয়েছিলেন।
Sponsored Links by Taboola