Palak Muchhal Birthday: জন্মদিনে পলক মুচ্ছলের সেরা গানের তালিকা
আজ জন্মদিন জনপ্রিয় গায়িকা পলক মুচ্ছলের। এক নজরে দেখে নেওয়া যাক তাঁর গাওয়া সেরা গানের তালিকা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবহু বলিউড ছবিতে গান গেয়েছেন পলক মুচ্ছল। যদিও তিনি বেশি জনপ্রিয় হন 'আশিকি টু' ছবির 'চাহু ম্যায় ইয়া না' গানটির জন্য। শ্রদ্ধা কপূরের ঠোঁটে এই গান ব্যাপক জনপ্রিয়তা পায়।
'আর রাজকুমার' ছবির একটি গান বেশ জনপ্রিয় হয়। 'ধোকাদারি'। এই গানে অরিজিৎ সিংহের সঙ্গে ডুয়েট গান পলক মুচ্ছল।
সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে 'খামোশিয়া' ছবিতে গান গেয়েছেন পলক। 'বাতে ইয়ে কভি না' গানের ফিমেল ভার্সনে তাঁর গলা শোনা যায়।
'প্রেম রতন ধন পায়ো' ছবির জনপ্রিয় গান 'আজ উনসে মিলনা হ্যায় হামে' হোক কিংবা 'যব তুম চাহো'। দুটো গানই গেয়েছেন পলক।
মহেন্দ্র সিংহ ধোনির বায়োপিক 'এম এস ধোনি - দ্য আনটোল্ড স্টোরি'র জনপ্রিয়তা সম্পর্কে বলাই বাহুল্য। এই ছবির জনপ্রিয় গান 'কৌন তুঝে ইউ পেয়ার করেগা' পলক মুচ্ছলের গাওয়া।
বেশ কিছু বাংলা ছবিতেও গান গেয়েছেন পলক মুচ্ছল। জিৎ গঙ্গোপাধ্যায়ের সুরে 'কি করে তোকে বলব' ফিমেল ভার্সন গেয়েছেন তিনি।
পলক মুচ্ছলের গান শোনা যায় 'খিলাড়ি' ছবিতে। 'ও হামসফর তোর চোখে'।
'আমি শুধু চেয়েছি তোমায়' ছবির 'অবুঝ ভালোবাসা' গানটি পলক মুচ্ছলের গাওয়া। বাংলা গানের শ্রোতাদের কাছেও তিনি সমান জনপ্রিয়।
'রকি' ছবির জনপ্রিয় 'তুই বরসা বিকেলের ঢেউ' গানটি তাঁর গাওয়া। আজ জন্মদিনে পলক মুচ্ছলকে অনেক শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -