Parineeti-Raghav: 'বুঝেছিলাম, মনের মানুষ পেয়ে গিয়েছি...', বাগদানের একগুচ্ছ ছবির সঙ্গে মিষ্টি ক্যাপশন পরিণীতির
১৩ মে বাগদান সারলেন অভিনেত্রী পরিণীতি চোপড়া ও রাজনীতিক রাঘব চড্ডা। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় আরও ছবি শেয়ার করলেন অভিনেত্রী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appক্যাপশনে লিখলেন, 'একসঙ্গে একবার জলখাবার এবং আমি জানতাম - আমি নিজের মানুষটাকে পেয়ে গিয়েছি।'
'সবচেয়ে বিস্ময়কর মানুষ যাঁর শক্তি শান্ত, শান্তিপূর্ণ এবং অনুপ্রেরণাদায়ক। যাঁর সমর্থন, রসিকতা, বুদ্ধি এবং বন্ধুত্ব বিশুদ্ধ আনন্দ। সে আমার নিজের ঘর।'
'আমাদের বাগদানের পার্টি ঠিক যেন স্বপ্নের মতো ছিল - ভালবাসা, হাসি, আবেগ, আর প্রচুর নাচে মোড়া এক সুন্দর স্বপ্ন!'
প্রিয়জনেদের উষ্ণ আলিঙ্গনে, ভালবাসায় তাঁদের আংটি বদলের অনুষ্ঠানে যেন আবেগের স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ হয়।
'ছোট্ট বয়সেই রাজকুমারীদের গল্প শুনে নিজের রূপকথা কেমন হবে তা মনে মনে ভেবে রেখেছিলাম। এখন তা শুরু হওয়ায় বুঝছি এটা কল্পনার থেকেও বেশি সুন্দর।'
বাগদান শেষ, শেষ উৎসবও। এবার কাজে ফেরার পালা। দিল্লি থেকে মায়ানগরীতে ফিরে এসেছেন অভিনেত্রী পরিণীতি চোপড়া। কিন্তু মন ফেলে এলেন দিল্লিতেই!
দিল্লির কপূরথালা হাউজে পরিবারের ঘনিষ্ঠ ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে একে অপরের আঙুলে আংটি পরিয়ে দিয়েছিলেন পরিণীতি ও রাঘব। নিজেরা পোস্টও করেন ছবি।
এরপরই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও। খুব স্বাভাবিকভাবেই তা মানুষের নজর কাড়ে।
গানের তালে জুটিকে নাচতে দেখা যায়, আর সবশেষে নজর কাড়ে অভিনেত্রীর গালে রাজনীতিকের ভালবাসার চুম্বন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -