G20 Mega Beach Clean Up :ব্রাইটন সমুদ্র সৈকত পরিষ্কার রাখতে লন্ডনের High Commission of India-র অভিনব উদ্যোগ
২০২২ সালের ১ ডিসেম্বর থেকে ২০২৩ সালের ৩০ নভেম্বর পর্যন্ত ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব করছে। জি-২০, বা ‘গ্রুপ অফ টোয়েন্টি’ হচ্ছে বিশ্বের উন্নত এবং উন্নয়নশীল অর্থনীতির দেশগুলির মধ্যে প্রধান ২০ টির একটি ফোরাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In AppIndia’s G20 Presidency র অংশ হিসেবে অঙ্গ হিসেবেই রবিবার সৈকত পরিষ্কার করার উদ্যোগ নেওয়া হল ব্রাইটন ও হভ-এ। লন্ডনের ভারতীয় হাইকমিশন রবিবার ব্রাইটন সৈকতে একটি পরিচ্ছন্নতা অভিযানের আয়োজন করে।
India’s G20 Presidency র অংশ হিসেবে যে মেগা সৈকত পরিচ্ছন্নতার উদ্যোগ (G20 Mega Beach Clean Up) নেওয়া হয়েছে, তারই অঙ্গ হিসেবে এই আয়োজন।
G20 র আওতাভুক্ত দেশ ও অতিথি দেশগুলিতে এই Mega Beach Clean Up চলছে। ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে সৈকত অঞ্চলে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
তারই অঙ্গ হিসেবে লন্ডনের High Commission of India ব্রাইটন ও হভ সমুদ্র সৈকত পরিষ্কার করার এক উদ্যোগ নেয়। Brighton & Hove City Council এর সহায়তায় এই কর্মসূচি পালিত হয়।
ব্রাইটন এবং হভ সিটি কাউন্সিলের মেয়র সহ ভারতীয় রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী সমাবেশে বক্তব্য রাখেন। সেখানে সকলে এক সঙ্গে সমুদ্র সৈকতের শ্রী ধরে রাখা ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অঙ্গীকার নেওয়া হয়।
এটি শুধু একদিনের উদ্যোগ হয়ে যেন না থেকে যায়, এ বিষয়ে নাগরিকদের সচেতন করাও ছিল অন্যতম উদ্দেশ্য।
ভারত সভাপতিত্বের দায়িত্বে রয়েছে। মনে করা হচ্ছে, এই ফোরামের সভাপতিত্ব করায় বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশের সঙ্গে ভারতের বৈদেশিক সম্পর্ক আরও উন্নত হবে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -