Parno Mittra Birthday: লাল পোশাকে নজরকাড়া 'বার্থ ডে গার্ল' পার্নো, পার্টির সঙ্গী মিমি-অনিন্দ্য
আজ তাঁর জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় সকাল সকাল ঝলমনে ছবি পোস্ট করলেন নায়িকা পার্নো মিত্র। লিখলেন, আজ আমার দিন'
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রচুর বেলুন আর সোনালী রিবনে সেজে উঠেছিল আসর। আর তার মধ্যে লাল পোশাকে নজর কাড়ছেন 'বার্থ ডে' পার্নো। বয়স বাড়াকে যেন রঙিন করে তুলতেই লাল পোশাক বাছলেন তিনি।
পোশাকের সঙ্গে মানানসই তাঁর চুলের রঙও। জন্মদিনের সাজে নায়িকাকে দেখে সোশ্যাল মিডিয়ার কমেন্টবক্স প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা।
হাতে পানীয় গ্লাস আর পিছনে লেখা নামের আদ্যক্ষর। তাঁর মাথায় আবার মুকুট। জন্মদিনে পার্নো যেন রাজকুমারী। তবে কেবল ফটোশ্যুট নয়, জমিয়ে বন্ধুদের সঙ্গে পার্টিও করলেন তিনি।
জন্মদিনের আগের দিন ঘরোয়া পার্টির আয়োজন করা হয়েছিল পার্নোর বাড়িতে। হাজির ছিলেন বন্ধু মিমি চক্রবর্তী ও অনিন্দ্য চট্টোপাধ্যায়।
তবে আজকের দিনটা বাড়িতেই কাটাবেন পার্নো। জন্মদিনের মত বিশেষ দিনটায় পরিবারের সঙ্গে সময় কাটাতেই যেন স্বচ্ছন্দ তিনি।
মিমি আর পার্নোর বন্ধুত্বের গল্প কারও অজানা নয়। কেবল কলকাতা নয়, গোয়াতেও ছুটি কাটাতে দেখা গিয়েছিল এই দুই টলি কন্যাকে।
অন্যদিকে অঞ্জন রানার নতুন ছবিতে বেলা বোস-এর চরিত্রের জন্য পার্নোর নাম নিয়ে জল্পনা শুরু হয়েছিল । তবে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্তই চূড়ান্ত হয়নি।
আপাতত সক্রিয় রাজনীতি থেকে দূরে নায়িকা। অভিনয় ও নিজেকে নিয়েই সময় কাটাচ্ছেন পার্নো।
জন্মদিনে মনের বয়স বাড়ে না, সোশ্যাল মিডিয়ায় পার্নোর ছবি ফের একবার নজর কাড়ল নেটিজেনদের।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -