বর্ষবরণের ছুটি কোথায় কাটাচ্ছেন অনন্য়া পাণ্ডে?

বি টাউনে জনপ্রিয় অভিনেত্রী অনন্যা পাণ্ডে

1/10
প্রকৃতির কোলে বেশ ভালো সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। রানথাম্বোর ন্যাশনাল পার্কে সময় কাটাচ্ছে তিনি।
2/10
'গেহরাইয়া' অভিনেত্রী বর্ষবরণের আনন্দ উদযাপন করছেন নিজের মেজাজে।
3/10
স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ খ্যাত অভিনেত্রী অনন্যা জাতীয় উদ্যানে তাঁর ঘোরার ছবি নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
4/10
শীতকাল উপভোগ করছেন অনন্যা। সোয়েটার পরনে তাঁর একটি ছবি সবার খুব পছন্দ হয়েছে।
5/10
অনন্যা পাণ্ডের চলতি বছর অন্যতম ব্যস্ততম বছর ছিল। তিনি এই বছর শকুন বাত্রার 'গেহরাইয়া' ও 'লিগার'-এর শ্য়ুটিংয়ে ব্যস্ত ছিলেন।
6/10
টাইগার শ্রফ এবং তারা সুতারিয়ার সঙ্গে ধর্ম প্রোডাকশনের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২' দিয়ে তাঁর কেরিয়ার শুরু করেছিলেন অনন্যা।
7/10
সোশ্যাল মিডিয়ায় ভীষণ জনপ্রিয় অনন্যা। তাঁর নির্দিষ্ট ফ্যান ফলোয়ার্স রয়েছে। প্রথম ছবির জন্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও জিতেছিলেন অনন্যা।
8/10
বলিউড অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা পাণ্ডে বলিউডে পা রাখার পর থেকেই ক্রমেই সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি।
9/10
প্রকৃতির অপূর্ব সৌন্দর্য্য তুলে ধরেছেন অনন্যা তাঁর ক্যামেরায়। নিজের সোশ্যাল মিডিয়ায় সেই ছবিতে দেখা যাচ্ছে জীবজন্তুকেও।
10/10
বি টাউনে কান পাতলে কানাঘুষো শোনা যাচ্ছে যে শাহিদ কপূরের ভাই ইশান খট্টরের সঙ্গে সম্প্রতি প্রেম করছেন অনন্যা।
Sponsored Links by Taboola