মেয়ে সোহা ও নাতি ইব্রাহিমকে পাশে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শর্মিলা
৭৭ তম জন্মদিন পালন করলেন বলিউডের বিখ্যাত অভিনেত্রী শর্মিলা ঠাকুর। সেই ছবি ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমেয়ে সোহা আলি খান ও নাতি ইব্রাহিম আলি খানকে পাশে নিয়েই জন্মদিনের কেক কাটলেন শর্মিলা।
সোহা আলি খান নিজের সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি পরিবারের বাকিদের যে এই মুহূর্তটায় মিস করছেন, সেই বিষয়ও উল্লেখ করছেন।
সইফের ছেলে ইব্রাহিম জন্মদিনের পার্টিতে থাকলেও সইফ ও করিনা ছিলেন না এই পার্টিতে।
এই ছবিতে দেখা যাচ্ছে যে সুদর্শন ইব্রাহিম সোহার মেয়ে ইন্নায়াকে জড়িয়ে ধরে আছেন। পেছনে সোহা ও শর্মিলা।
শেষবার ২০১০ সালে ব্রেক কে বাদ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল শর্মিলা ঠাকুরকে।
করিনা কপূর উপস্থিত থাকতে না পারলেও সোশ্যাল মিডিয়ায় শর্মিলা ঠাকুরকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট করে লিখেছেন অসাধারণ পরিবার।
ইব্রাহিম এই মুহূর্তে সহকারী পরিচালকের কাজ করছেন রকি অউর রানি কি প্রেম কাহানি ছবিতে।
নিজের মিষ্টি হাসিতে সবার মন জয় করেছেন শর্মিলা। তবে ছবিতে লাইমলাইট কেড়েছেন সোহার মেয়েও।
আরাধনা, কাশ্মীর কি কলি, অমর প্রেমের ছাড়াও আরও প্রচুর বিখ্যাত ছবিতে অভিনয় করেছেন শর্মিলা ঠাকুর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -