Gamophobia Symptoms: সম্পর্কে জড়াতে ভয় পান? আপনি এই রোগে আক্রান্ত নন তো?

বিয়ে করতে ভয় পাচ্ছেন?

1/10
অনেকেই বিয়ে করতে ভয় পান। শুধু বিয়েই নয়, নতুন কোনও সম্পর্ক শুরু করতেও কার্যত হাত-পা ঠান্ডা হয়ে আসে তাঁদের। চিকিৎসার ভাষায় একে ‘গ্যামোফোবিয়া’ (Gamophobia) বলা হয় অর্থাৎ প্রতিশ্রুতিতে ভীতি (Fear Of Committment)।
2/10
কীসের ওপর নির্ভর করে এই মানসিক অবস্থা? সাধারণত এই মানসিক অবস্থা নির্ভর করে পরিবেশ, পরিস্থিতি ও মানসিকতার বিকাশের উপর।
3/10
এ ছাড়াও সম্পর্ক নিয়ে পূর্বের খারাপ অভিজ্ঞতা বা মা-বাবার বৈবাহিক অশান্তিও সন্তানের মনে এই ভয়ের সৃষ্টি করতে পারে।
4/10
গ্যামোফোবিয়া (Gamophobia) আক্রান্তদের মনে সর্বদাই বিবাহিত জীবন নিয়ে ভয় কাজ করে।
5/10
বেশিরভাগ ক্ষেত্রেই এই অংশের মানুষ মনে করেন নতুন সম্পর্ক বা সাংসারিক জীবনে শুরু হলে ব্যক্তি স্বাধীনতার জায়গা খর্ব হতে পারে।
6/10
পাশাপাশি তাঁরা এও ভাবেন সাংসারিক জীবনে তাঁরা মানিয়ে চলতে অক্ষম। আর এই আকাশ-পাতাল ভেবে সম্পর্ক শুরুর আগেই তাঁরা ধরে নেন যে সম্পর্ক ভেঙে যাবে।
7/10
ফল সরূপ বিয়ে, সম্পর্ক নিয়ে অযৌক্তির ভাবনা ঘুরে বেড়ায় মাথায়। বেশিরভাগ ক্ষেত্রেই তাঁরা মনে করেন সম্পর্কে জড়িয়ে যাওয়া একেবারেই ভুল সিদ্ধান্ত।
8/10
কী দেখে বুঝবেন আপনি এই সমস্যায় ভুগছেন। সাধারণত সম্পর্কের ব্যাপারে উদাসীনতা। এ বিষয়ে কথা এড়িয়ে যাওয়া। বিয়ে সংক্রান্ত যে কোনও আলোচনা অপছন্দ করা। এই ধরনের অনুষ্ঠান এড়িয়ে যাওয়া।
9/10
এ ছাড়াও বিয়ের লৌকিকতাকে অপছন্দ করা। সিদ্ধান্তহীনতাও গ্যামোফোবিয়ার একটি লক্ষণ।
10/10
বিশেষজ্ঞরা বলছেন এই সমস্যা আপনার মনে বাসা বাঁধছে বুঝতে পারলেই বিশেষজ্ঞের পরামর্শ নিন। পাশাপাশি এক্ষেত্রে সেলফ হেল্পও অন্যতম পথ। মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দিচ্ছেন মনোবিজ্ঞানিরা।
Sponsored Links by Taboola