Pooja Dadlani: ১২ বছর ধরে শাহরুখের 'ছায়াসঙ্গী', বিপুল সম্পত্তির মালকিন পূজা দাদলানি, পারিশ্রমিকের পরিমাণ জানেন?
সাধারণ মানুষ যে সকল তারকাদের এক ঝলক দেখতে উন্মাদ হন, একদল কর্মী থাকেন যাঁরা নিত্যদিন সেই সকল তারকাদের সঙ্গে থাকেন। তারকাদের কাজের ধরন, রুটিন, কোথায় কবে কোন অনুষ্ঠান, কখন কী প্রয়োজন, সমস্তই থাকে তাঁদের নখদর্পণে। অবশ্যই পর্দার নেপথ্যে থাকা এই সমস্ত 'তারকা'দের বিশেষ কেউ চিনতে পারেন না। তবে শাহরুখের সর্বক্ষণের ছায়াসঙ্গী ম্যানেজার পূজা দাদলানির খ্যাতি কোনও তারকার থেকে কম নয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমুম্বইয়ের বাসিন্দা পূজা ২০১২ সাল থেকে শাহরুখ খানের ম্যানেজার। বলিউডের বাদশাহকে ম্যানেজ করা কি মুখের কথা? বলাই বাহুল্য তাঁর পারিশ্রমিকও তেমনই। কানাঘুষোয় শোনা যায়, অনেক ক্ষেত্রেই ম্যানেজারদের বেতন, তারকাদের পারিশ্রমিকের থেকেও বেশি হয়।
শাহরুখ খান যেখানেই যান, সর্বক্ষণ তাঁর পাশে দেখা মেলে পূজার। অভিনেতার শিডিউল ম্যানেজ করা ছাড়াও পূজার কাজ দিগন্ত বিস্তৃত। কিং খানের ব্যবসার দিকও তিনিই সামলান, যার মধ্যে আইনি জটিলতাও পড়ে।
শাহরুখ খানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে কেনা দল, 'কলকাতা নাইট রাইডার্স' থেকে প্রযোজনা সংস্থা 'রেড চিলিজ এন্টারটেনমেন্ট', সবটাই দেখাশোনা করার দায়িত্ব রয়েছে এই পূজা দাদলানির ওপরেই।
টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুযায়ী, পূজা দাদলানির আয়ের পরিমাণ বার্ষিক ৭ থেকে ৯ কোটির মধ্যে।
ভারতের সর্বাধিক পারিশ্রমিক প্রাপ্ত তারকা ম্যানেজারদের অন্যতম পূজা দাদলানি। তাঁর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৪৫ থেকে ৫০ কোটি। বলিউড কিংয়ের কেরিয়ারের তত্ত্বাবধানে তাঁর গুরুত্বপূর্ণ অবদানের সঙ্গে এই বিপুল পারিশ্রমিক সামঞ্জস্যপূর্ণ বটে।
পূজা দাদলানির স্বামী হিতেশ গুরনানি। তিনি 'লিস্টা জুয়েলস'-এর ডিরেক্টর। তাঁদের এক মেয়ে, রেইনা। মুম্বইয়ের ধনীদের বাসস্থান বান্দ্রার এক কোটি টাকার অট্টালিকায় বাস করেন তাঁরা।
পূজা দাদলানির নতুন বাড়ির ডিজাইন কার করা জানেন? ভারতের সেলিব্রিটি ইন্টিরিয়র ডিজাইনার, শাহরুখ পত্নী গৌরী খানের। ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে এই বাড়ির কাজ শেষ হয়।
বলাই বাহুল্য, শাহরুখ খানের ম্যানেজারের ফ্যান ফলোয়িংও কম নয় নেহাত। সোশ্যাল মিডিয়ায় বা তারকার ফ্যান ক্লাবের সদস্যদের অত্যন্ত পছন্দের মানুষ পূজা। প্রায় কিং খানের সঙ্গে তাঁকে দেখতে পাওয়া যায়।
এত বছর ধরে এত ঘনিষ্ঠভাবে কাজ করার পর পূজা দাদলানি প্রায় খান পরিবারের অন্দরের সদস্য হয়ে গিয়েছেন। কিন্তু জানেন কি, 'ওম শান্তি ওম' তৈরির আগে পূজা ছিলেন দীপিকা পাড়ুকোনের ম্যানেজার? একটি থ্রোব্যাক ছবি দেখিয়ে সেই তথ্য ফাঁস করেছিলেন ছবির পরিচালক ও শাহরুখের বন্ধু ফারহা খান।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -