Raghav Parineeti: রাজনীতি থেকে পরিণীতি...বাগদানে যেন রাঘবের চোখ সরল না নায়িকার দিক থেকে
জল্পনা চলছিল বহুদিন ধরেই। বলিউড অভিনেত্রী (Bollywood Actress) পরিণীতি চোপড়ার (Parineeti Chopra) বিয়ে। সাত পাকে বাঁধা পড়বেন আম আদমি পার্টি (AAP) নেতা রাঘব চাড্ডার (Raghav Chadha) সঙ্গে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appশোনা যাচ্ছিল ১৩ মে আংটি বদল (Engagement) করবেন তারকা জুটি। অপেক্ষায় ছিল সকল অনুরাগী। এবার প্রকাশ্যে এল বিশেষ দিনের ছবি। রাঘব চাড্ডা ও পরিণীতি চোপড়া দুইজনেই নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ছবি।
তাঁদের সম্পর্ক নিয়ে জল্পনা বহুদিনের। কিন্তু কখনওই এই ব্যাপারে নিজের মুখ খোলেননি কেউ। কিন্তু সম্প্রতি বারবার তাঁদের একসঙ্গে নানা জায়গায় দেখা গেছে। কখনও কোনও রেস্তোরাঁয় তো কখনও আইপিএল দেখতে মাঠে।
বিয়ে অনুষ্ঠান শেষে পাপারাৎজিদের সামনে আসেন রাঘব ও পরিণীতি, হেসে পোজও দেন ছবিশিকারিদের। প্রথমবার প্রকাশ্যে ক্যামেরাবন্দি হল তাঁদের রসায়ন।
কথাতেই বলে 'যা রটে তার কিছু তো বটেই'। ফলে নিজেরা স্বীকার না করলেও অনুরাগীরা একপ্রকার নিশ্চিতই ছিলেন যে একে অপরের প্রেমে বুঁদ হয়েছেন পরিণীতি চোপড়া ও রাঘব চাড্ডা।
এই আবহেই শোনা গিয়েছিল খুব শীঘ্রই আংটি বদল সেরে সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর দেবেন তাঁরা। শনিবার, ১৩ মে তারিখও জানা যায়। ধীরে ধীরে নজরে পড়তে থাকে প্রস্তুতিও। দিন দুই-তিন আগেই একসঙ্গে দিল্লি পাড়ি দেন অভিনেত্রী ও রাজনীতিক। এরপর পরিবারের লোকজনও পৌঁছতে শুরু করেন সেখানে।
এই আবহেই শোনা গিয়েছিল খুব শীঘ্রই আংটি বদল সেরে সম্পর্কে আনুষ্ঠানিক সিলমোহর দেবেন তাঁরা। শনিবার, ১৩ মে তারিখও জানা যায়। ধীরে ধীরে নজরে পড়তে থাকে প্রস্তুতিও। দিন দুই-তিন আগেই একসঙ্গে দিল্লি পাড়ি দেন অভিনেত্রী ও রাজনীতিক। এরপর পরিবারের লোকজনও পৌঁছতে শুরু করেন সেখানে।
অনুষ্ঠান শেষে নিজেরাই ছবি পোস্ট করে অনুরাগীদের সঙ্গে সেই মুহূর্ত ভাগ করে নিলেন। তাঁদের পোস্টে তারকা থেকে শুরু করে অনুরাগী, সকলের শুভেচ্ছার বন্যা।
রাঘব চাড্ডা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে চারটি ছবি পোস্ট করে লেখেন, 'আমি যা প্রার্থনা করেছি... ও হ্যাঁ বলেছে।' অন্যদিকে একই ছবি পোস্ট করেন পরিণীতিও।
একই ঢঙে লেখেন, 'আমি যা প্রার্থনা করেছি... আমি হ্যাঁ বলেছি।' বর ও কনের পোশাকে ছিল আইভরি রঙের পোশাক। বলাই বাহুল্য দু'জনের সাজই ছিল মনমুগ্ধকর, স্নিগ্ধ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -