Raj Subhasree: সিঁদুরে রাঙা শুভশ্রী, ইউভানের ঢাকে কাঠি, পুজোর মুহূর্ত ফ্রেমবন্দি করলেন রাজ
এখন তাঁর জীবন জুড়ে কাজ ও পরিবার। তৃণমূলের নেতা ও পরিচালক রাজ চক্রবর্তীর সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় ফ্রেমবন্দি পারিবারিক মুহূর্ত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিজয়ার দিনটা প্রতিবারই কাটে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-বাবার বাড়িতে। সিঁদুর খেলে সেখানেই উৎসবে সামিল হন তারকা জুটি। অন্যথা হল না এই বছরেও।
সোশ্যাল মিডিয়ায় বিজয়া দশমীর একাধিক ছবি শেয়ার করে নিয়েছেন রাজ। সেখানে দেখা যাচ্ছে, লাল শাড়িতে রাঙা হয়ে ঠাকুর বরণ করছেন শুভশ্রী।
আর অন্যদিকে কাঠি হাতে ঢাক বাজাতে ব্যস্ত ইউভান (Yuvaan)। সাদা ধুতি পাঞ্জাবি পরে হাসি মুখে ঢাক বাজানোর চেষ্টা করছে সে
তবে ঢাক আর খুদের উচ্চতা তো প্রায় সমান, তাই ঢাক বাজাতে গেলে ইউভানকে আর কয়েকটা বছর অপেক্ষা করতে হবে যে
কেবল ঢাক বাজানো নয়, দেবীর পায়ে ফুল দিয়ে বরণও করেছে ইউভান, তবে বাবার কোলে চেপে।
রাজ ও শুভশ্রী এর আগেও শেয়রা করে নিয়েছেন ইউভানের সব মন ভালো করা ছবি ভিডিও। বাদ্যযন্ত্রের ওপর আকর্ষণ রয়েছে ইউভানের
শুভশ্রী একবার জানিয়েছিলেন এখন ইউভানের নতুন পছন্দ দ্রুত লয়ের গানের সঙ্গে নাচ। নতুন পছন্দের তালিকায় রয়েছে তাতার তাতার গানটি
বাড়ির সদস্যদের সঙ্গে দেবী দুর্গাকে বরণ করেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও (Subhashree Ganguly)। যার পরে মেতে ওঠেন সিঁদুর খেলায়। রীতি উপচার মেনে সিঁদুর খেলার পর উমাকে বিসর্জনের আগে নাচেও মেতে ওঠেন শুভশ্রী
সিঁদুর খেলা ও নাচে শুভশ্রীর সঙ্গ দেন রাজ (Raj Chakraborty) । পুজো শেষ মানেই আবার সেই রোজকার রুটিনে ফেরা। তাই উৎসবের শেষ মুহূর্তেও আনন্দ চেটেপুটে নিলেন সকলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -