Lionel Messi: চ্যাম্পিয়ন্স লিগে অনন্য নজির মেসির
আবার রেকর্ড গড়লেন লিওনেল মেসি। বেনফিকার বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগে নয়া নজির তারকা স্ট্রাইকারের।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবুধবার বেনফিকার বিরুদ্ধে খেলতে নেমে ম্যাচের প্রথম গোলটি করেন আর্জেন্তাইন সুপারস্টার। আর ঠিক সেই সঙ্গে সঙ্গেই চ্যাম্পিয়ন্স লিগে নতুন রেকর্ডের মালিক হয়ে গেলেন মেসি।
৩৫ বছরের তারকা ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগে ৪০টি আলাদা আলাদা দলের বিরুদ্ধে গোল করার নজির গড়লেন।
এই ম্যাচে নামার আগে সংখ্যাটা ছিল ৩৯। বেনফিকার বিরুদ্ধে গোল করার সঙ্গে সঙ্গেই যা টপকে গেলেন মেসি।
চ্যাম্পিয়ন্স লিগে সবেচেয়ে বেশি গোল মেসি করেছেন আর্সেনালের বিরুদ্ধে। উত্তর লন্ডনের দলটির বিরুদ্ধে সর্বাধিক ৯ গোল করেছেন তিনি।
চ্যাম্পিয়ন্স লিগে মোট ১২৬ গোল করেছেন মেসি। সর্বাধিক গোলের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। সামনে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (১৪০)।
বুধবার বেনফিকার বিরুদ্ধে ম্যাচে খেলার ২২ মিনিটের মাথায় মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। বেনফিকার বিরুদ্ধে এটাই প্রথম গোল চ্যাম্পিয়ন্স লিগে মেসির।
যদিও ড্যানিলো পেরেইরার আত্মঘাতী গোলে লিড ধরে রাখতে পারেনি পিএসজি। ম্যাচ ১-১ ড্র হয়।
এই ম্যাচের আগে জুভেন্টাসের বিরুদ্ধে ২-১ ও মাকাবি হাইফার বিরুদ্ধে ৩-১ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল পিএসজি।
ইজরাইলের দলটির বিরুদ্ধেও চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথম গোল করেছিলেন মেসি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -