Raksha Bandhan 2022: ভাইবোনের সম্পর্ক ফুটে উঠেছে সিলভার স্ক্রিনেও, এই ছবিগুলি দেখেছেন!
ছোটবেলার উচ্ছ্বাস, আন্দন বার বার ফিরে আসে স্মৃতিতে। কাজের ব্যস্ততায় বড় হয়ে রাখি পূর্ণিমা ঘিরে আর তেমন উচ্ছ্বাস থাকে না যদিও। তাই বলে ভাই-বোনের সম্পর্ক একসূত্রে বাঁধা হয়ে যায় ওই ছোট বয়সেই।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাই রাখি পূর্ণিমার দিনে ছোটবেলার স্মৃতিই ঝালিয়ে নিতে পারেন। ভাই-বোনের সমীকরণ নিয়ে একাধিক ছবি তৈরি হয়েছে। রাখি পূর্ণিমার দিন সময় করে দেখে ফেলতে পারেন তার মধ্যে যে কোনও একটি।
ক্রোধ: অভিনয়ে সুনীল শেট্টি, রম্ভা। ভাই-বোনের বন্ধন, সম্পর্কের আবেগ ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। পাঁচ বোনকে নিয়ে সুনীলের জীবন সংগ্রাম দেখানো হয়েছে। চাইলে ফিরে যেতে পারেন ফ্ল্যাশব্যাকে।
এক রিস্তা: নায়ক-নায়িকার ভূমিকাতও দেখা গিয়েছে তাঁদের। কিন্তু এই ছবিতে ভাই-বোনের ছবিতে নজর কাড়েন অক্ষয় কুমার এবং জুহি চাওলা। তাঁদের বাবার ভূমিকায় ছিলেন অমিতাভ বচ্চন।
জোশ: ছবির গান আজও ছোটবেলায় ফিরিয়ে নিয়ে যায় আমাদের। ছবিতে ভাই-বোনের ভূমিকায় নজর কাড়েন শাহরুখ খান এবং ঐশ্বর্যা রাই। তাঁদের খুনসুটি, নিজেদের মধ্যেকার বোঝাপড়া, বাস্তবমুখী।
বম বম বোলে: অভাবের সংসার। একজোড়া জুতো কেনার ক্ষমতা নেই। এই বিষয়কে ভিত্তি করেই এগিয়েছে ছবির কাহিনী। দরশিল সাফারি এবং জিয়া বস্তানির অভিনয় মন ছুঁয়ে যায়।
দিল ধড়কনে দো: টাকা-পয়সার অভাব না থাকলেই কি সুখী জীবন কাটানো যায়! উচ্চবিত্ত পরিবারের অন্দরে সম্পর্কের বাঁধন কতটা মজবুত, তা নিয়ে প্রশ্ন ওঠে। তবে ভাই-বোনের চরিত্রে প্রিয়ঙ্কা চোপড়া এবং রণবীর সিংহের বোঝাপড়া মন ছুঁয়ে যায়।
সর্বজিৎ: ভারতীয় নাগরিকের পাকিস্তানের জেলে বন্দি থাকার কাহিনী। খবরে দেখে সকলেই জানি আমরা। কিন্তু তাঁর পরিবারকে কী পিরস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, রণদীপ হুডা এবং ঐশ্বর্যা রাই বচ্চন, তা-ই ফুটিয়ে তুলেছেন।
ধনক: ভাই দৃষ্টিশক্তিহীন। হাত ধরে তাকে স্কুলে নিয়ে যাওয়ার দায়িত্ব দিদির। স্কুলে যাওয়ার পথে সিনেমা নিয়ে আলোচনা। একজনের পছন্দ শাহরুখ খান, অন্য জনের সলমন খান। বুকে মোচড় ধরায় এই ছবি।
হাউসফুল: ছবির গুণমান নিয়ে প্রশ্ন থাকলেও, ভাই-বোনের চরিত্রে দীপিকা পাড়ুকোন এবং অর্জুন রামপালের পারফরম্যান্স প্রশংসনীয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -