Safe Living in Monsoon : বর্ষায় থাকুন সাবধানে, বাঁচুন প্রাণভরে
ইলেকট্রিকের তার এড়িয়ে চলুন- বর্ষাকালে জমা জল ও ইলেকট্রিক ওয়ার যথেষ্ট বিপজ্জনক এক পরিস্থিতি তৈরি করতে পারে। রাজ্যের একাধিক বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনাও খুব একটা পুরনো নয়। তাই বর্ষাকালে দূরত্ব বজায় রেখে চলুন ইলেকট্রিক তার বা ওয়ারিং থেকে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appজমা জলে হাঁটবেন না- এড়িয়ে চলার চেষ্টা করুন জমা জলে হাঁটা। জামা-কাপড় নোংরাই শুই নয় জমা জল থেকে পায়ে হতে পারে একাধিক ইনফেকশন। যা ভোগাতে পারে আপনাকে।
মশা থেকে বাঁচুন- বর্ষাকালে বাড়ে মশার উপদ্রব। সঙ্গে মশাবাহিত রোগও। তাই মশারি টাঙান। মশা মারার ওষুধ লাগান।
ইলেকট্রিকের জিনিস খুলে রাখুন- বর্ষায় বেশি বৃষ্টি হোক বা বাজ পড়া, খারাপ হয়ে যেতে পারে ইলেকট্রিকে ব্যবহার হওয়া জিনিস। তাই থাকুন বাড়তি সতর্ক। প্রয়োজনে আনপ্লাগ করে রাখুন।
গাড়ি চালান সাবধানে- বর্ষায় ভিজে রাস্তা হয়ে থাকে পিছল, সেখানে আশঙ্কা বেশি দুর্ঘটনার। তাই বুঝে-শুনে নিয়ন্ত্রিত গতিতে গাড়ি চালান।
ভাল করে জানলা বন্ধ করুন- বর্ষার জলে ভেজার ইচ্ছাকে কমানোই শ্রেয়। বরং জানলা ভাল করে বন্ধ না রাখলে জল ঢুকে খারাপ হয়ে যেতে পারে একাধিক ঘরের প্রয়োজনীয় জিনিস।
ছাতা বা রেনকোটের ব্যবহার- বর্ষাকালে দমকে দমকে আসা বৃষ্টি উপেক্ষা না করে সঙ্গে ছাতা বা রেনকোট নিয়েই বাইরে বেরনো ভাল। কারণ বর্ষার বৃষ্টিতে ভিজলে বাঁধতে পারে শারীরিক সমস্যা।
এর্মাজেন্সি কিট প্রস্তুত রাখুন- টর্চ, ওষুধ সহ আপদকালীন ব্যবহারের জিনিস আলাদা করে তৈরি রাখুন। পারলে কিছু শুকনো খাবার বেশি করে রেখে দিন বাড়িতে।
হাইজিনে নজর- ভিজে জুতো পরবেন না। স্যানিটাইজার রাখুন হাতের হাইজিন বজায় রাখতে। স্যাঁতস্যাতে জায়গায় বেশিক্ষণ থাকবেন না।
হেলথি খান-পান করুন- বর্ষায় শরীরকে তরতাজা রাখা অত্যন্ত জরুরি। তাই হেলথি খাবার খাওয়ায় নজর দিন। খান বেশি করে জল।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -