Rakul Preet Singh Latest Photoshoot: কালো পোশাকে ফের নজর কাড়লেন রাকুল প্রীত, ভাইরাল ফটোশ্য়ুটের ছবি
Rakul Preet Singh: সাম্প্রতিক একটি ফটোশ্য়ুটে আবারও সমস্ত লাইমলাইট নিজের দিকে টেনে নিলেন অভিনেত্রী রাকুল প্রীত সিং।
কালো পোশাকে ফের নজর কাড়লেন রাকুল প্রীত
1/9
ডিজাইনার কালো টু-পিস পোশাকে অনুরাগীদের চোখ ধাঁধিয়ে দিলেন রাকুল প্রীত।
2/9
সঙ্গে ছিল মানানসই ডিজাইনার জমকালো কোট।
3/9
আর অবশ্য়ই সঙ্গে পাথর খোচিত অসাধারণ একটি নেকপিস।
4/9
তবে এদিনের ফটোশ্য়ুটে সবথেকে নজর কেড়েছে রাকুলের চোখের মেকআপ।
5/9
প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাকুল অভিনীত ছবি 'ছত্রিওয়ালি'। যেখানে তাঁর অভিনয় যথেষ্ট প্রশংসিত হয়েছে।
6/9
২০০৯ সালে কন্নড় ছবি 'গিল্লি'র হাত ধরে অভিনয় জগতে পা রাখেন।
7/9
তাঁর প্রথম হিন্দি ছবি 'ইয়ারিয়াঁ'। মুক্তি পায় ২০১৪ সালে।
8/9
তামিল ও তেলুগু ছবিতে একের পর এক অভিনয় করে গেছেন রকুলপ্রীত।
9/9
ঠিক ৪ বছর পর ২০১৮ সালে তাঁর দ্বিতীয় হিন্দি ছবি 'আইয়ারি' মুক্তি পায়।
Published at : 02 Apr 2023 05:49 PM (IST)