Ranojoy Bishnu: মিউজিক্যাল নাটকে আত্মপ্রকাশ রণজয় বিষ্ণুর
ABP Ananda
Updated at:
30 Apr 2023 04:07 PM (IST)
1
ওড়িশায় মঞ্চস্থ হল রনজয়ের মিউজিক্যাল নাটক 'দেবদাস'।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
ইতিমধ্যেই ওড়িশায় মঞ্চস্থ হয়েছে এই নাটক।
3
এখানে দেবদাসের চরিত্রে অভিনয় করেছেন রণজয়।
4
নাটকে পার্বতীর চরিত্রে অভিনয় করেছেন শীতল।
5
পাশাপাশি চন্দ্রমুখীর চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী বৈশালী।
6
এই নাটকটির চিত্রনাট্য় লিখেছেন ওম প্রকাশ মোহান্তি ।
7
মিউজিক্য়াল এই নাটকে গান গেয়েছেন সুস্মিতা দাস, অরবিন্দ দত্ত এবং দিবস্মিতা মিশ্র।
8
মিউজিক্যাল নাটক 'দেবদাস'-এর দৈঘ্য় ৯০মিনিট।
9
ওড়িশার ভুবনেশ্বরের রবীন্দ্র মঞ্চে গত সপ্তাহে মঞ্চস্থ হয়েছিল এই নাটক।
NEXT
PREV
বিনোদন (entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -