Jhund Film Release: মুক্তি পেল ‘ঝুন্ড’, অমিতাভের অভিনয় নিয়ে উচ্ছ্বসিত অনুরাগীরা
মুক্তি পেল অমিতাভ বচ্চনের নতুন ছবি ‘ঝুন্ড’। এই ছবিতে একজন ফুটবল কোচের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ। দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে উন্মাদনা দেখা যাচ্ছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকলকাতায় অমিতাভ বচ্চন ফ্যানস অ্যাসোসিয়েশনের সদস্যরা ছবিটি নিয়ে উচ্ছ্বসিত। তাঁরা এই ছবির সাফল্য উদযাপন করছেন।
আর্থিকভাবে পিছিয়ে থাকা শিশুদের নিয়ে ফুটবল দল গড়ে তাদের সাফল্য়ের পথে হাঁটতে শেখানো বিজয় বারসের জীবনের ঘটনা অবলম্বনেই এই ছবি তৈরি হয়েছে। বিজয় বারসের ভূমিকায় অভিনয় করেছেন অমিতাভ।
আমির খান এই ছবির চিত্রনাট্য শুনে অমিতাভকে মূল চরিত্রে অভিনয় করতে বলেন। তাঁর কথা শুনেই এই ছবিতে অভিনয় করতে রাজি হন অমিতাভ।
সম্প্রতি খেলা নিয়ে বলিউডে একাধিক ছবি হয়েছে। তবে ‘ঝুন্ড’একদম আলাদা ছবি। ‘স্লাম সকার’নিয়ে এর আগে ভারতে ছবি হয়নি। এই প্রথম এ ধরনের বিষয় নিয়ে ছবি হল।
এই ছবির পরিচালক নাগরাজ মঞ্জুলে। তিনিই এই ছবির চিত্রনাট্য লিখেছেন। এই ছবিতে সমাজের পিছিয়ে থাকা অংশের লড়াইয়ের ঘটনা তুলে ধরা হয়েছে।
এই ছবিতে ফের অমিতাভের অসাধারণ অভিনয় দেখা গিয়েছে। তিনি বরবারই খেলা ভালবাসেন। ছেলে অভিষেক বচ্চনের মালিকানাধীন চেন্নাইয়ান এফসি-র খেলা দেখতে মাঠেও গিয়েছেন অমিতাভ। ফুটবল নিয়ে ছবিতেও তাঁর ক্রীড়াপ্রেমের ঝলক দেখা গিয়েছে।
‘ঝুন্ড’-এ অমিতাভ যে চরিত্রে অভিনয় করেছেন, সেটির নাম অধ্যাপক বিজয় বোরাদে। অমিতাভের অভিনয় জীবনে বিজয় নামটির বিশেষ গুরুত্ব আছে। ‘জঞ্জির’, ‘বুডঢা হোগা তেরা বাপ’সহ বেশ কয়েকটি ছবিতে তাঁর চরিত্রের নাম ছিল বিজয়।
‘ঝুন্ড’-এর প্রশংসা করে ধনুশ বলেছেন, ‘অসাধারণ ছবি। কোথা থেকে বলতে শুরু করব, সেটা বুঝতে পারছি না। আবেগই এই ছবির সবচেয়ে বড় বিষয়। এই ছবি দেখতে পেরে আমি খুব খুশি।’
অমিতাভের অভিনয় প্রসঙ্গে ধনুশ বলেছেন, ‘আমার বলার কোনও ভাষা নেই। অমিতজি অসাধারণ কাজ করেছেন। গোটা দলের জন্য আমি খুশি। এরকম একটি ছবি তৈরি করার জন্য আমি আরও একবার নাগরাজ মঞ্জুলেকে ধন্যবাদ জানাতে চাই।’
- - - - - - - - - Advertisement - - - - - - - - -