Hansika Motwani: 'কোই মিল গয়া'-র ছোট্ট মেয়েটিকে মনে আছে? হংসিকা মোতওয়ানি এখন কী করছেন?
তাদের মধ্য়ে নজর কেড়েছিল একটি ছোট মেয়ে হংসিকা মোতওয়ানি। এখন কী করছেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App'সাকা লাকা বুম বুম' ধারাবাহিকের হাত ধরে টেলিভিশনে শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করেছিলেন হংসিকা।
'দেশ মে নিকলা হোগা চাঁদ' ধারাবাহিকেও তাঁকে অভিনয় করতে দেখা গিয়েছিল।
হিমেশ রেশমিয়ার সঙ্গে 'আপ কা সরুর' ছবিতে জুটি বেঁধে অভিনয় করেছিলেন হংসিকা।
কিছুদিন আগেই ব্য়বসায়ী সুহেল খাঠোরিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।
অভিনেত্রী হংসিকা মোতওয়ানি এখন দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রির একজন প্রতিষ্ঠিত অভিনত্রী।
তাঁর ঝুলিতে রয়েছে একের পর এর এক হিট ছবিও।
দক্ষিণের জনপ্রিয় তারকা জুনিয়র এনটিআরের সঙ্গেও কাজ করেছেন হংসিকা।
অভিনেত্রীর ইন্সট্রাগ্রাম প্রোফাইল দেখলে বোঝা যায় তিনি নিজের ফিটনেস নিয়েও যথেষ্ট সচেতন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -