Manoj Tiwary: ব্যাটিং প্রতিভায় মুগ্ধ হয়েছিলেন গুরু গ্রেগও, জোড়া বাউন্ডারিতে ট্রফি দেন কেকেআরকে
ভারতের কোচ তখন গ্রেগ চ্যাপেল। ইডেনে স্যাঁতস্যাঁতে উইকেটে মনোজ তিওয়ারির ব্যাটিং দেখে মুগ্ধ হয়ে যান গুরু গ্রেগ। সেদিনের সেই তরুণ ছিলেন মনোজ তিওয়ারি। পরে যিনি ভারতের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটও খেলবেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতাঁকে বলা হতো সৌরভ গঙ্গোপাধ্যায়ের পর বাংলার সবচেয়ে প্রতিশ্রুতিমান ব্যাটার। তবে বারবার সঙ্গী হয়েছে উপেক্ষা। জাতীয় দলের জার্সিতে সেঞ্চুরি করেও বাদ পড়েছেন। রঞ্জি ট্রফি জয়ের স্বপ্নও অধরা থেকে গিয়েছে।
সেই মনোজ তিওয়ারি (Manoj Tiwary) আচমকা অবসরের সিদ্ধান্ত নিলেন। বৃহস্পতিবার সশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্রিকেট থেকে পাকাপাকিভাবে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন।
ফেব্রুয়ারি ৩, ২০০৮। ভারতের জার্সিতে ওয়ান ডে অভিষেক। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ব্রিসবেনে।
ভারতের হয়ে ১২টি ওয়ান ডে ম্যাচে ২৮৭ রান। একটি সেঞ্চুরি। একটি হাফসেঞ্চুরি।
দেশের হয়ে তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন। ওয়ান ডে-তে রয়েছে বল হাতে ৫ উইকেটও।
কলকাতা নাইট রাইডার্সকে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন করতে অবদান ছিল মনোজেরও। ২০১২ সালে চিপকের সেই ফাইনালে উইনিং স্ট্রোকটি খেলেছিলেন মনোজ।
ডোয়েন ব্র্যাভোর পরপর দুই বলে বাউন্ডারি মেরে মনোজ নিশ্চিত করে দেন যে, শাহরুখ খান-জুহি চাওলার দল প্রথমবারের জন্য আইপিএল চ্যাম্পিয়ন হচ্ছে।
প্রথম শ্রেণির ম্যাচে ৯৯০৮ রান। ২৯টি সেঞ্চুরি। সর্বোচ্চ অপরাজিত ৩০৩ রানের ইনিংস। দেবাঙ্গ গাঁধীর পর প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা একমাত্র বাঙালি।
তবে চোট আঘাত ভুগিয়েছে। ঘুরেও দাঁড়িয়েছেন। যদিও বারবার হয়েছেন বঞ্চনার শিকার। পারফর্ম করেও সুযোগ পাননি। ব্রাত্য করে রাখা হয়েছে জাতীয় দলের নির্বাচনের টেবিলে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -