RG Kar News: 'থাকব না আর নিয়মে বাঁধা, মানব না কোনও রীতি', আরজি কর কাণ্ডে ফের সরব শুভশ্রী
আরজি কর কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে সরব সাধারণ মানুষ, তারকা সকলেই। সোশ্যাল মিডিয়াও ভরেছে প্রতিবাদী পোস্টে। ফের একবার নিজের পোস্টে সরব অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appরবিবার টেকনিশিয়ান্স স্টুডিও থেকে আরজি করের পথে প্রতিবাদ মিছিল নিয়ে বের হওয়া কথা ছিল চলচ্চিত্র পরিবারের। তবে হাসপাতাল চত্বরে জমায়েতে নিষেধাজ্ঞা জারি হওয়ার ঘুরিয়ে দেওয়া হয় গতিপথ।
যদিও তাতে কমেনি প্রতিবাদের ঝাঁঝ। আজ সোমবার রাখির দিন ফের একবার নিজের প্রোফাইলে সরব পর্দার 'বাবলি'।
লিখলেন, 'শাস্তি চাই! শাস্তি চাই! দৃষ্টান্তমূলক শাস্তি চাই!! থাকব না আর নিয়মে বাঁধা, মানব না কোনও রীতি। সংস্কার ধরে রাখার দায়িত্ব কি শুধু আমাদের?'
'ওরা তাহলে করবে কী? নিয়মে এবার বাঁধব ওদের যারা কুড়ে কুড়ে খেয়েছে মোদের।'
'অনেক হয়েছে নোংরামি, অনেক করেছ পাপ। তাও নেই কোনও অনুতাপ। তাই তো ফেসবুকে পোস্টের বন্যা।'
'আমরা নাকি 'পতিতা'! আমরা না কি 'নষ্টা'! দেখ তাহলে এই নষ্টারাই এবার গড়বে দুনিয়া যেখানে বাপকেও ছাড়ে না পাপ!'
এই পোস্টের শেষে নিজের নাম লিখেছেন অভিনেত্রী। ক্যাপশনে লেখেন, 'উই ওয়ান্ট জাস্টিস' অর্থাৎ 'আমরা বিচার চাই'।
যদিও পোস্টের কমেন্টে মিলেছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ তাঁকে পরিচালক রাজ চক্রবর্তীর নাম নিয়ে সরাসরি নিশানা করলেন। আবার অনেকেই তাঁর এই পদক্ষেপের প্রশংসা করেছেন।
রবিবার টলিউডের তরফ থেকে যে মিছিল বের করা হয় তাতে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, সৌরসেনী মৈত্র, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, সৌরসেনী মৈত্র ও অন্যান্যরা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -