Ritabhari Chakraborty: 'আমার নিজের মানুষ, আমার ঘর..', প্রেমে হাবুডুবু ঋতাভরী লিখলেন চিঠি লিখলেন প্রেমিককে
'এই অশান্ত সময়ে তুমিই আমার শান্তির জায়গা'.. সোশ্যাল মিডিয়ায় এই প্রথম প্রেমের ইস্তেহার ঋতাভরী চক্রবর্তীর। লিখলেন মনের কথা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবলিউড লেখক সুমিত অরোরার সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এর আগেই সুমিতের সঙ্গে ছবি দিয়ে প্রথম নিজের প্রেমিকের পরিচয় প্রকাশ্যে এনেছিলেন ঋতাভরী।
সোশ্যাল মিডিয়ায় ঋতাভরী সুমিত অরোরাকে 'নিজের ঘর, নিজের মানুষ' বলেই উল্লেখ করে প্রেমের আদুরে ছবি পোস্ট করেছেন।
কে এই সুমিত অরোরা? বলিউডের একাধিক হিট ছবির চিত্রনাট্য লিখেছেন সুমিত। শাহরুখ খানের ‘জওয়ান’, ‘স্ত্রী’, ‘চন্দু চ্যাম্পিয়ান’ ছবির সংলাপ লেখক
এছাড়াও সোনাক্ষী সিন্হা অভিনীত ‘দাহাড়।’ ও মনোজ বাজপেয়ী অভিনীত ‘দ্য ফ্যামিলি ম্যান’ সিরিজ়ের সংলাপও তিনি লিখেছেন। ইতিমধ্যেই বলিউডে নিজের পা জমিয়েছেন সুমিত
প্রসঙ্গত, এর আগে চিকিৎসক তথাগত চট্টোপাধ্যায়ের সঙ্গে ঋতাভরীর প্রেম ছিল বেশ চর্চিত।
ঋতাভরী নিজেই স্বীকার করেছিলেন, তিনি যে সময়ে অসুস্থ ছিলেন, সেই সময়ে তাঁর সঙ্গ দিয়েছিলেন তথাগত। তাঁকে মানসিকভাবে ভীষণ সমর্থন করেছিলেন তিনি।
কটা সময়ে একের পর এক অস্ত্রোপচারের মধ্যে দিয়ে যেতে হয়েছিল ঋতাভরীকে। বেশ কিছুটা ওজন বেড়ে গিয়েছিল তাঁর।
বারে বারেই অসুস্থ হয়ে পড়ছিলেন তিনি। সেই সময়েই ঋতাভরীর পাশে দাঁড়িয়েছিলেন তথাগত।
তবে সেই সম্পর্ক যে ভেঙেছে, সেই কথা প্রকাশ্যেই শেয়ার করে নিয়েছিলেন ঋতাভরী। তবে তিনি জানিয়েছিলন, তথাগতর সঙ্গে তাঁর বন্ধুত্ব রয়েছে আজও একই রকম। তথাগত সম্পর্কে কোনও খারাপ কথা যে সহ্য করবেন না তিনি, তাও জানিয়ে দিয়েছিলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -