Rituparno Ghosh Death Anniversary: আজ ঋতুপর্ণ ঘোষের মৃত্যু দিন, ফিরে দেখুন প্রিয় পরিচালকের ফ্রেমটা
দেখতে দেখতে ১০ বছর পার। ২০১৩ সালে ঠিক আজকের দিনেই আচমকাই বিদায় নিয়েছিলেন ঋতুপর্ণ ঘোষ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appযেতে হয় চিরতরে সবাইকেই একদিন, তবে তাঁর বিদায়ের দিনটা এসেছিল বড়ই আগে। একরাশ কালোমেঘ, একবুক অভিমানকে আড়ালে আবডালে রেখে, মুখে সোনা রোদের হাসি নিয়েই চিরবিদায় নিয়েছিলেন এই কিংবদন্তি পরিচালক।
রঙে হোক কিংবা শব্দে, তার ছবি নামকরণেও ছিল তুলির টান। 'দোসর' ছবি বানিয়ে তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। সাদা কালো ছবি থেকে মনের গভীরে কী রঙ ছড়ায়, কোথায় দাঁড়িয়ে সম্পর্ক, তার ফ্রেমে তুলে ধরেছিলেন।
বিদেশ বিভুঁইয়ে শ্যুটিং নয়, বরং এশহরের অলিগলিতে বা কখনও উত্তরবঙ্গের নিবীড় ছায়াতলেই তাঁর ছবির বুনন ধরা পড়ত। সম্পর্কের খুঁটিনাটি বিষয়, যা আপাত অর্থে খেয়াল করা হয় না, সেই ডিটেলিংগুলি বরাবরই প্রাধান্য পেত তাঁর ছবিতে।
কেন ফেরা যায় না, অথবা না ফিরেও কি থেকে যাওয়া যায় ? এই সব প্রশ্ন উত্তরের মধ্য দিয়েই তাঁর ছবির চরিত্ররা এগিয়ে চলেছে।
ছবিতে গানের যেভাবে ভাল পিকচারাইজেশনের খুবই প্রয়োজন হয়ে থাকে, ঠিক তেমনভাবেই বাঙালি কবিদের কবিতা তাঁর ছবিতে কোনও অমোঘ টানে অদ্ভুতভাবে সিঙ্ক্রোনাইজড করেছে বরাবর।
পাশাপাশি তাঁর লেখনিতেও উঠে এসেছে, পাশে বসে গল্প বলার মতো সাবলীলতা সম্পাদকীয়তে।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, কঙ্কণা সেনশর্মা, দীপঙ্কর দে এরা তিনজনই বারবার ঋতুপর্ণ ঘোষের একাধিক ছবিতে ফিরে এসেছেন।
তবে কখনই কোনও গল্পের ছায়া অন্য গল্পে পড়েনি। তবে তাঁর ছবিতে বারবারই অভিনেতা-অভিনেত্রীরা একেবারে অচেনা চরিত্রে ধরা দিয়েছেন।
আবার টলিপাড়ায় অনেকেই অপেক্ষা করে গিয়েছেন তাঁর একটা ফোনের জন্য। তবে শুধু টলি পাড়াতেই নয়, বলিউডের একের পর এক হেভিওয়েট অভিনেতা অভিনেত্রীরাও মুখিয়ে থাকতেন তার ছবিতে অভিনয় করার জন্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -