Porichoy Gupta: শেষ হল শ্যুটিং, রণ রাজের 'পরিচয় গুপ্ত'র সেটের ছবি প্রকাশ্যে
শ্যুটিং শেষ হল রণ রাজ পরিচালিত 'পরিচয় গুপ্ত' ছবির। প্রকাশ্যে এল ছবির সেট থেকে বেশ কিছু ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appনজর কেড়েছিল চরিত্রদের প্রথম লুক। সেই ছবির অপেক্ষায় দিন গুনছেন সিনেপ্রেমীরা।
ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীকে। সেই সঙ্গে রয়েছেন আরও একঝাঁক তারকা।
ঋত্বিকের সঙ্গে ছবিতে রয়েছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, জয় সেনগুপ্ত, দর্শনা বণিক ও অয়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।
ছবিটি তৈরি হয়েছে ১৯৫০ সালের প্রেক্ষাপটে। সেই সময়ে এক ঘটনায় এক জমিদার ও তার প্রিয় বন্ধু আর্কেলজিস্টের গল্প ফুটে উঠবে ছবিতে।
'পরিচয় গুপ্ত' ছবিতে এক অন্ধ জমিদারের ভূমিকায় দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। ছবিতে জয় সেনগুপ্তকে অর্ধনারী রূপে দেখা যাবে। ফার্স্ট লুকেই মিলেছে সেই আভাস।
'পরিচয় গুপ্ত' নাম থেকে পরিষ্কার কোথাও একটা গিয়ে চরিত্রদের পরিচয় গুপ্ত অর্থাৎ গোপন করার কথা বলা হচ্ছে। অন্যদিকে এটা একজন মানুষের নামও হতে পারে।
'পরিচয় গুপ্ত' ছবিতে দেখা যাবে থ্রিলারের ছোঁয়া। যার প্রতিটি পরতে রয়েছে ট্যুইস্ট। ছবিতে সঙ্গীত পরিচালনার দায়িত্ব সামলেছেন শুভেন্দু অধিকারী।
পরিচালক রণ রাজের কথায়, 'পরিচয় গুপ্ত, নামটা থেকেই বোঝা যাচ্ছে কোনও কিছুর গোপন পরিচয় বা আইডেন্টিটি।'
তিনি আরও বলেন, 'সমাজের প্রতিটি মানুষের মধ্যে এই সিক্রেট আইডেন্টিটি লুকিয়ে থাকে। হয়তো পরিবারের চাপে, সমাজের চাপে সেই প্রতিভাকে তাঁরা নিজেরা আটকে রাখেন।'
- - - - - - - - - Advertisement - - - - - - - - -