Rocky Aur Rani Kii Prem Kahaani: রকি-রানির প্রেমকাহিনিতে মজেছে আট থেকে আশি, ছবির সাফল্য়ে উচ্ছ্বসিত কলাকুশলীরা
মুক্তি পেয়েছে কর্ণ জোহর (Karan Johar) পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। আলিয়া ভট্ট, রণবীর সিংহ, টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায় অভিনীত এই ছবি ইতিমধ্যেই দর্শকদের কাছে প্রশংসা কুড়িয়েছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই ছবির হাত ধরে দীর্ঘ ৭ বছর পর পরিচালনায় ফিরেছেন কর্ণ জোহর। আর তারপরই বাজিমাত করেছেন তিনি।
ইতিমধ্য়েই এই ছবি ৬০.২২ টাকার ব্য়বসা করে ফেলেছে।
ঠিক কেমন এই ছবির গল্প? পাঞ্জাবী রানধাওয়া পরিবারের সন্তান রকি। অন্যদিকে বাঙালি চট্টোপাধ্যায় পরিবারের সন্তান রানি। একেবারে দুই ভিন্ন ধরনের চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও একে অপরের প্রেমে পড়ে রকি আর রানি। কিন্তু তাঁদের প্রেম কাহিনিকে পরিণতি দিতে মরিয়া চেষ্টা দু'জনের।
সব শেষে তাঁরা এই সিদ্ধান্তে উপনীত হন যে তিন মাস করে তাঁরা একে অপরের বাড়িতে থাকবে। অর্থাৎ 'স্যুইচ' অপারেশন। যদি এই তিন মাস তাঁরা টিকে যেতে পারেন, তাহলে বিয়ের পরের পঞ্চাশ বছরও নির্বিঘ্নে কাটাতে পারবেন। আর এই প্লটেই এগিয়েছে ছবির গল্প।
বুধবার দর্শককে একেবারে চমকে দিয়ে মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে হাজির হলেন ছবির পরিচালক সহ লিড কাস্ট রণবীর সিং ও আলিয়া ভট্ট।
ছবি শেষ হওয়ার পর ক্রেডিট রোল শুরু হওয়ার সময়ই প্রেক্ষাগৃহে প্রবেশ করেন রণবীর এবং আলিয়া। আর সকলের উদ্দেশ্য় জিজ্ঞাসা করেন ছবিটি তাঁদের কেমন লেগেছে।
চোখের সামনে প্রিয় তারকাদের দেখতে পেয়ে স্বভাবইত আনন্দে আত্মহারা হয়ে যান দর্শক। একইসঙ্গে প্রেক্ষাগৃহ জুড়ে ধ্বনিত হয় করতালি।
আলিয়া বলেন, “আমরা শুধু এসে হাই বলতে চেয়েছিলাম। এই ছবি দেখতে আসার জন্য় আপনাদের অনেক ধন্য়বাদ। এরপর তাঁরা দর্শকের সঙ্গে জমিয়ে সেলফিও তোলেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -