Diwali 2021: প্রযোজক রমেশ তওরানির বাসভবনে দীপাবলির পার্টিতে একঝাঁক বলিউড তারকা

প্রযোজক রমেশ তওরানির বাসভবনে দীপাবলির পার্টিতে দেখা গেল একঝাঁক বলিউড তারকাকে। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
বান্ধবী লুলিয়া ভান্তুরকে নিয়ে এই পার্টিতে হাজির হন সলমন খান। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী

কালো, নিয়ন গ্রিন ও সাদা রঙের শাড়িতে নজর কেড়ে নেন লুলিয়া। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
এই পার্টির জন্য রেট্রো লুক বেছে নেন লুলিয়া। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
শাড়ির সঙ্গে ম্যাচিং গয়না ও ক্লাচও পরেন লুলিয়া। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
এই বিশেষ সাজে আলাদা করে নজর কেড়ে নেন লুলিয়া। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
বান্ধবী কৃতী খারবান্দাকে নিয়ে হাজির হন পুলকিত। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
শাড়িতে নজর কেড়ে নেন কৃতী। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
পুলকিতের পরনে ছিল কুর্তা-পাজামা। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
এই পার্টিতে দেখা যায় আকাঙ্খা রঞ্জন, অনুষ্কা রঞ্জন ও আদিত্য সিল। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
আলোকচিত্রীদের লেন্সে ধরা দেন আকাঙ্খা-আদিত্য। ছবি সৌজন্যে মানব মঙ্গলানী
আফতাব শিবদাসানিকেও এই পার্টিতে দেখা যায়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -