Diwali 2021 : করোনাকালেও দেশজুড়ে কেমন কাটল ধনতেরস উৎসব? কতটা ভিড় সোনার দোকানে?
দাম বাড়ুক বা কমুক- তার টান কখনও কমে না। সেই অমোঘ টানেই ক্রেতারা হাজির দোকানে দোকানে৷
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকরোনা আবহ, অর্থনৈতিক চাপ সত্ত্বেও সোনার দোকানে উৎসুক ক্রেতার ভিড় তাক লাগাল।
গত কাল কলকাতায় সোনার দাম ছিল , পাকা সোনা ২৪ ক্যারাটের দাম ৪৮৩৫ প্রতি গ্রাম। গয়নার সোনা ২২ ক্যারাটের দাম ৪৫৯০ টাকা। হলমার্ক সোনার দাম ৪৬৬০ টাকা প্রতি গ্রাম। তাতেও ধনতেরসে দোকানে ভিড় ছিল নজরকাড়া
কেউ কেউ কিনলেন বাসনপত্র।
মূলত উত্তর ও পশ্চিম ভারতীয় উত্সব ধনতেরস। কিন্তু এখন সর্বজনীন৷ বারো মাসে তের পার্বণে অভ্যস্ত বাঙালির ঘরেও এখন ধনতেরস।
বিশ্বাস, কালীপুজোর আগে বিশেষ এই দিনে এক টুকরো সোনা বা চাঁদি কিনলেই লক্ষ্মীলাভ নিশ্চিত৷ তাই দেশ জুড়ে বিভিন্ন দোকানে অলঙ্কার কেনার ভিড় দেখা গেল।
কোভিড বিধিও মানা চেষ্টা দেখা গেল এ রাজ্য ও ভিন রাজ্যে দোকানগুলিতে।
কেউ বা কিনলেন রৌপ্য দেবমূর্তি।
সবাই চান, শুভ দিনে ঘরে আসুক সম্পদ। যাতে সারা বছরের জন্য নিশ্চিত হয় সম্পদ-বৃদ্ধির সম্ভাবনা। করোনা আবহেও তাই সোনার দোকানগুলিতে দেখা গেল ভিড়।
ধনতেরসের পর আজ আবার ছোটা দিওয়ালি। আগামীকাল বাংলার ঘরে ঘরে দীপান্বিতা লক্ষ্মীপুজো। তার জন্য কেনাকাটায় ব্যস্ত গৃহস্থ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -