IPL 2023: রাহুলের লড়াই ম্লান করে শেষ ওভারে নায়ক মোহিত শর্মা
ঘরের মাঠে গুজরাত টাইটান্সের বিরুদ্ধে নেমেছিল লখনউ সুপারজায়ান্টস। কিন্তু ম্যাচে ৭ রানে হেরে যায় তারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appপ্রথমে ব্য়াট করতে নেমে অর্ধশতরান হাঁকান হার্দিক পাণ্ড্য।
অর্ধশতরানের দোরগোড়া থেকেই সাজঘরে ফিরতে হয় ঋদ্ধিকে। গিলের মতো তাঁরও উইকেট নেন ক্রুণাল পাণ্ড্য। ঋদ্ধি ৩৭ বলে ৪৭ রান করেন।
ঋদ্ধি আউট হওয়ার পরপরই বাউন্ডারি লাইনে ঝাঁপ মেরে এক অনবদ্য ক্যাচ ধরে অভিনব মনোহরকে ৩ রানে সাজঘরে ফেরান নবীন-উল-হক। বিজয় শঙ্করও ১০ রানের বেশি করতে পারেননি।
লখনউয়ের হয়ে সর্বােচ্চ ৬১ বলে ৬৮ রানের ইনিংস খেলেন কে এল রাহুল।
১৩৬ রান তাড়া করতে নেমে কে এল রাহুল ও কাইল মায়ের্স ওপেনিং জুটি ভালই এগােচ্চিলেন। পাওয়ার প্লে-র পরে দলগত ৫৫ রানের মাথায় ২৪ রান বোর্ডে তুলে প্যাভিলিয়নে ফিরে যান মায়ের্স।
কে এল রাহুল অর্ধশতরান হাঁকান। কিন্তু তিনি যোগ্য সঙ্গ পাননি কারও। ক্রুণাল পাণ্ড্য ২৩ রান করে ফিরে যান। এছাড়া আর কোনও ব্যাটারই দু অঙ্কের রান পাননি। খেলা যত এগােচ্ছিল ততই ম্যাচে নিজেদের রাশ শক্ত করে গুজরাত শিবির।
মাত্র ১৩৬ রানের লক্ষ্যমাত্রা তাড়়া করতে নেমেও নাস্তানাবুদ হতে হল কে এল রাহুলের দলকে। শেষ ওভারে মাত্র ১২ রান দরকার ছিল।
অভিজ্ঞ মোহিত শর্মার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সেই রানই তুলতে পারল না লখনউ সুপারজায়ান্টস। মাত্র ৪ রান খরচ করে ২ উইকেট তুলে নিলেন মোহিত ইনিংসের শেষ ওভারে। লখনউ শেষ ওভারে হারাল ৪টি উইকেট। শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১২৮ রানের বেশি তুলতে পারেনি লখনউ শিবির।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -