Sandipta Sen Birthday: কেক, ঘরোয়া পার্টিতে জন্মদিন উদযাপন, সোশ্যাল মিডিয়ায় ঝলমলে সন্দীপ্তার বার্থডে অ্যালবাম
সদ্য জন্মদিন গিয়েছে অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)-এর। সোশ্যাল মিডিয়ায় তিনি শেয়ার করে নিয়েছেন জন্মদিনের অ্যালবাম।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতবে পার্টি-উল্লাস নয়, শহরের বাইরেও নয়... বাড়িতেই ছিমছাম জন্মদিন পালন করলেন অভিনেত্রী। এদিন উদযাপনে হাজির ছিলেন অভিনেত্রীর বাবা-মা, গুটিকয়েক বন্ধু ও তাঁর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)।
কখনও চকোলেট কেক, মোমবাতি আর ফুলে বাবা-মা, প্রেমিকের সঙ্গে উদযাপনে মাতলেন অভিনেত্রী। হাজির ছিলেন সন্দীপ্তার বন্ধুরাও।
ত্বরিতা ও সৌরভও হাজির ছিলেন এদিন। ইন্ডাস্ট্রিতে তাঁরা খুব ভাল বন্ধু বলেই পরিচিত। উদযাপনে, আনন্দে মাতলেন সবাই। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী, লিখেছেন, 'জন্মদিনের মুহূর্তরা'।
সদ্য তাইল্যান্ড থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন অভিনেত্রী সন্দীপ্তা সেন (Sandipta Sen)। সোশ্যাল মিডিয়ায় সদ্য একগুচ্ছ ছবি শেয়ার করে নিয়েছেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন তাঁর প্রেমিক সৌম্য মুখোপাধ্যায় (Soumya Mukherjee)। তবে এই সফরে কেবল সন্দীপ্তা ও সৌম্য জাননি, সঙ্গী হয়েছিলেন অভিনেত্রীর বন্ধুরাও।
নিজের সম্পর্ক নিয়ে বেশ খোলামেলা সন্দীপ্তা। গতবছর নিজের সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে আনেন তিনি। প্রেমিক সৌম্যও যুক্ত বিনোদন দুনিয়া ও প্রযোজনার সঙ্গে। আপাতত চুটিয়ে প্রেম করছেন সন্দীপ্তা।
প্রেমিকের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে নিতেও কখনও পিছপা হন না তিনি। আর সদ্য ছুটি কাটিয়ে ফিরেই সোশ্যাল মিডিয়ায় ভাগকরে নিলেন ঝলমলে ছুটির অ্যালবাম।
সম্প্রতি প্রকাশ্যে আসার পরে, এবিপি লাইভকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে নিজের প্রেমের কথা অকপটে জানিয়েছিলেন সন্দীপ্তা। মিউজিক ভিডিও লঞ্চের পার্টিতে আলাপ হয় সন্দীপ্তা ও সৌম্যর। সেখান থেকে বন্ধুত্ব, ঘনিষ্ঠতা।
সন্দীপ্তা জানিয়েছিলেন, তাঁর মতো প্রেমিক সৌম্যও ঘুরতে ভীষণ ভালবাসে। আর ভোজনবিলাসীও। সেই থেকেই বন্ধুত্বের শুরুয়াত। এরপরে মনের মিল ও তারপরে প্রেম।
আপাতত ছুটি শেষ, জন্মদিন উদযাপন তো রয়েছেই, তবে আবার কাছে ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী
- - - - - - - - - Advertisement - - - - - - - - -