Sanjay Dutt Birthday: সাফল্য, ব্যর্থতা, বিতর্ক নিয়ে ভরা 'মুন্নাভাই'-এর জীবন, জানুন সঞ্জয় দত্তর অজানা দিকগুলি
আজ জন্মদিন বলিউডের 'সঞ্জু বাবা' সঞ্জয় দত্তের। কখনও চড়াই কখনও উতড়াই। সঞ্জয় দত্তের জীবন ঘিরে গল্পই গল্প। একনজরে দেখে নেওয়া যাক তাঁক সম্পর্কে অজানা কিছু তথ্য।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিংবদন্তি সুনীল দত্ত ও নার্গিসের সন্তান সঞ্জয়। তাঁর বলিউডে আত্মপ্রকাশ হয় বাবার পরিচালিত ছবি দিয়ে। সঞ্জয় দত্তের ডেবিউ ছবি 'রকি' দারুণ জনপ্রিয়তা পায়।
বিভিন্ন সূত্র অনুযায়ী জানা যায়, ২০১৩ সালে সঞ্জয় দত্ত যখন গ্রেফতার হন, তখন জেলে তাঁকে কাগজের ব্যাগ তৈরির কাজ করতে হত। আর সেই কাজের জন্য প্রতিদিন ৫০ টাকা করে পেতেন অভিনেতা।
২০১৬ সালে যখন জেল থেকে ছাড়া পান সঞ্জয় দত্ত, সেখানে তিনি রোজগার করেছিলেন ৩০ হাজার টাকা। কিন্তু তার প্রায় সবটাই তিনি খরচ করে ফেলেছিলেন জেলের ক্যান্টিনে। জেল থেকে বেরনোর সময় তাঁর হাতে ছিল ৪৫০ টাকা। যা তিনি স্ত্রী মান্যতার হাতে তুলে দেন।
'বাস্তব' এবং 'মুন্নাভাই এমবিবিএম' ছবি দুটি সঞ্জয় দত্তের কেরিয়ারের টার্নিং পয়েন্টও বলা যায়। এই দুটি ছবির জন্য একাধিক পুরস্কার পান তিনি। পাশাপাশি দর্শকের কাছে এই দুটি ছবির জন্য বিপুল জনপ্রিয়তাও পান।
বিভিন্ন সময়ে সাক্ষাৎকারে সঞ্জয় দত্ত জানিয়েছিলেন যে, যখন তাঁর ৯ বছর বয়স, সেই সময় প্রথম ধূমপান করেছিলেন। অভিনেতা জানান, বাবার দেওয়া পার্টিতে অনেক অতিথিরা আসতেন। সেখানে তাঁদের ধূমপান করা দেখে তাঁরও ইচ্ছে হত। আর অতিথিদের ফেলে দেওয়া আধখাওয়া সিগারেট তুলে খেয়েছিলেন সঞ্জয়। এর জন্য সুনীল দত্ত তাঁকে ঘরে বন্ধ করে নাকি মেরেওছিলেন।
শোনা যায়, অভিনেত্রী টিনা মুনিমের সঙ্গে সম্পর্ক ছিল সঞ্জয় দত্তের। প্রায় দু বছর তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। কিন্তু অভিনেতার অত্যধিক মদ্যপানের কারণে সেই সম্পর্ক ভেঙে যায়।
১৯৮৭ সালে অভিনেত্রী রিচা শর্মাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। তাঁদের কন্যা সন্তান জন্মায়। কিন্তু কন্যা ত্রিশলার জন্মের পরই রিচার প্রায়ই মাথা যন্ত্রণার সমস্যা দেখা দিতে শুরু করে। চিকিৎসক জানান যে, অভিনেত্রীর ব্রেন টিউমর রয়েছে। যে হাসপাতালে মা নার্গিসের চিকিৎসা হয়েছিল, সেখানেই স্ত্রীর চিকিৎসা করাতে ভর্তি করান সঞ্জয়। কিন্তু শেষরক্ষা হয়নি।
শোনা যায়, 'সাজন' ছবির জন্য প্রথম প্রস্তাব গিয়েছিল আমির খানের কাছে। কিন্তু সেই ছবি আমির করতে রাজি না হওয়ায় প্রস্তাব যায় সঞ্জয় দত্তের কাছে। বাকিটা অজানা নয় দর্শকদের।
সদ্য কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে 'শামশেরা'। রণবীর কপূর অভিনীত এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সঞ্জয় দত্ত। কিন্তু ছবিটি বক্স অফিসে সাফল্য পায়নি। আর এই পরিস্থিতিতে ছবির পাশে, পরিচালকের পাশে থেকেছেন সঞ্জয়। দীর্ঘ একটি পোস্টে ছবির ব্যর্থতা নিয়ে নিজের প্রতিক্রিয়া তুলে ধরেছেন। বলিউডের 'মুন্নাভাই' সঞ্জয় দত্তকে জন্মদিনের শুভেচ্ছা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -