Sargam Koushal Winning: শিক্ষিকা থেকে 'মিসেস ওয়ার্ল্ড', ২১ বছর পরে ভারতকে গর্বিত করলেন সরগম
মিসেস ওয়ার্ল্ডের মুকুট ফের একবার ভারতীয়ের মাথায়। ২১ বছর পর লস অ্যাঞ্জেসে আয়োজিত মিসেস ওয়ার্ল্ডের (Mrs. World) মুকুট উঠল জম্মুর বিবাহিতা এই মহিলার মাথায়
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appদুই দশক পার করে সরগম কৌশল (Sargam Kaushal) হলেন মিসেস ওয়ার্ল্ড। ৩২ বছরের এই যুবতী একজন চিত্রশিল্পী ও লেখিকা।
সরগম মডেলিংও করেন। অন্যদিকে গ্রেটার কাশ্মীরের ওয়েবসাইটে নিয়মিত লেখালেখি করেন তিনি। বেশ জনপ্রিয় তাঁর কলম।
ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর হয়েছেন সরগম। এর আগে ভাইজ্যাকে শিক্ষকতা করতেন সরগম। তাঁর স্বামী নেভিতে কর্মরত।
৬৩টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে মিসেস ওয়ার্ল্ড-এর (Mrs. World) খেতাব ছিনিয়ে নিয়েছেন এই ভারতীয়।
বাড়ির সবার থেকে নিজের পেশাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য সমর্থন পেয়েছেন সরগম।
তাঁর বাবা, মা থেকে শুরু করে স্বামী, সবাই তাঁকে সমর্থন করেন এই পেশা চালিয়ে নিয়ে যেতে। খেতাব পেয়ে সরগম জানিয়েছেন, তিনি এই পেশার মর্যাদা রাখতে পারবেন কি না জানেন না, তবে চিরকাল তিনি চেষ্টা করে যাবেন তাঁর কাজের মাধ্যমে ভারতকে গর্বিত করার।
জম্মুতে জন্মগ্রহণ করলেও কর্মসূত্রে মুম্বইয়ের বাসিন্দা সরগম। ১৯৮৪ সালে প্রথম শুরু হয়েছিল এই প্রতিযোগিতা
প্রতিযোগিতায় একটি গোলাপি স্লিট গ্লিটার গাউন পরেছিলেন সরগম। চুল খোলা রেখেছিলেন তিনি।
এর আগে ২০০১ সালে ভারতের হয়ে অদিতি গোভিত্রিকর এই খেতাব জিতেছিলেন
- - - - - - - - - Advertisement - - - - - - - - -