Saswata Chatterjee Birthday: সদা-শাশ্বত: জন্মদিনে এক ঝলকে ‘অপুর কীর্তি’
নওয়াজউদ্দিন নেই, নেই পঙ্কজ। বাঙালির আছে শুধু শাশ্বত। কখনও অজিত, কখনও বব, কখনও আবার হাতকাটা কার্তিক। শীত, গ্রীষ্ম বর্ষা, শাশ্বতই ভরসা। ৫১তম জন্মদিনে ঝালিয়ে অভিনেতার সেরা ছবিগুলি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবির নাম শুনেই নাকি চটে গিয়েছিলেন নস্ট্যালজিক বাঙালি। ঋত্বিক ঘটক এবং হৃতিক রোশনের মধ্যে ফারাক বুঝতে না পারা বাঙালির আঁতে নাকি ঘা লেগেছিল ভীষণ। কিন্তু অভিনয়েই সকলের মুখ বন্ধ করে দিয়েছিলেন শাশ্বত। ছবির নাম ‘মেঘে ঢাকা তারা’।
চিত্রনাট্য পড়ার আগেই অভিনেতারা নাকি বুঝে নেন পারিশ্রমিক। হেভিওয়েট অভিনেতা হলে তো কথাই নেই। ছবিতে কে কত ক্ষণ মুখ দেখাবেন, তা-ও নাকি কাঁচি ধরে ঠিক করে দেন তিনি। কিন্তু শাশ্বত বরাবরই আলাদা।
বিকৃতি না ঘটিয়েও কি সাহিত্যকে তুলে ধরা যায় বড়পর্দায়! পরিচালকের কৃতিত্ব তো বটেই, তবে ‘এসিপি শবর দত্ত’ হিসেবে শাশ্বত না থাকলে জমত না ‘ঈগলের চোখ’।
লেখক যদি অক্ষর চিনতেই না পারেন, সে বড় মুশকিলের কথা। কিন্তু চার থেকে ৪০, সব বয়সের চরিত্র হয়ে ওঠা, এক মাত্র শাশ্বতই পারেন। ছবির নাম ‘বাড়ি তার বাংলা’।
নিন্দুকেরা বলেন, নায়ক হওয়ার মতো ধোপদুরস্ত চেহারা নাকি নেই তাঁর! সে নাই থাক, কিন্তু ‘প্রলয়’ ছবির ‘অনিমেষ দত্ত’র সামনে ‘চুলুবল পান্ডে’ বড্ড ফিকে।
আচ্ছা ঋত্বিক হয়েছেন বলে কি ‘হাতকাটা কার্তিক’ হওয়া যায় না! বার বার ‘ভূতের ভবিষ্যৎ’ দেখার সময় ঠিক যখন ঝিম ধরবে ফাস্ট ফরোয়ার্ড করে শুধু এগিয়ে যান।
যাকে বলে একেবারে বিপরীতমুখী চিন্তা। কারও কাছে অনবদ্য, তো কারও কাছে ক্লিশে। তবে ‘আশ্চর্য প্রদীপ’ ছবিতে শাশ্বত না থাকলে প্রদীপের দৈত্য নিয়ে বাঙালির মনে আগ্রহ তৈরি হতো কি!
এক ছবিতে পাশাপাশি আবির এবং শাশ্বত, ‘ব্যোমকেশ বক্সী’ বাড়তি পাওনা তো বটেই। বাঙালির অন্যতম প্রিয় গোয়েন্দাচরিত্র ব্যোমকেশ বক্সীর সহযোগী অজিত হিসেবে অনবদ্য শাশ্বত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -