Satish Kaushik Film Career: 'মিস্টার ইন্ডিয়া'-তে অভিনয়, 'তেরে নাম' পরিচালনা, ফিরে দেখা সতীশ কৌশিকের রূপোলি পর্দার সফর
প্রয়াত পরিচালক অভিনেতা সতীশ কৌশিক (Satish Kaushik)। আজ সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসোশ্যাল মিডিয়ায় এই খবর প্রথম দেন তাঁরই বন্ধু, অভিনেতা অনুপম খের (Anupam Kher)। এখনও পর্যন্ত তাঁর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।
সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রথম জানিয়ে অনুপম লেখেন, 'আমি জানি মৃত্যুই জীবনের সবচেয়ে বড় সত্যি। কিন্তু আমি স্বপ্নেও কখনও ভাবিনি, জীবনের সবচেয়ে প্রিয় বন্ধুর সম্পর্কে আমি এই কথা লিখব।'
অনুপম আরও লিখছেন, 'আমার সবচেয়ে প্রিয় বন্ধু, সতীশ কৌশিক আর বেঁচে নেই। ৪৫ বছরের বন্ধুত্বে হঠাৎ ছেদ পড়ল। তোমায় ছাড়া জীবন আর আগের মতো থাকবে না সতীশ। ওম শান্তি।'
কেবল পরিচালক বা অভিনেতা বললে বোধহয় সঠিকভাবে বিবরণ করা যায় না সতীশ কৌশিককে। তিনি কমেডি অভিনয় করেছেন চুটিয়ে।
আবার তাঁকে দেখা গিয়েছে দুঁদে ভিলেনের চরিত্রেও। তিনি ছিলেন পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার ও প্রযোজক।
তাঁর উপহার দেওয়া 'তেরে নাম' (Tere Naam) বা মিস্টার ইন্ডিয়া (Mr. India) -র ছবি চিরকাল মনে রাখবেন দর্শক।
ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সতীশ। অভিনয় জগতের সঙ্গে তাঁর প্রথম যোগসূত্র ছিল থিয়েটার।
ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে নিজের কেরিয়ার শুরু করেছিলেন সতীশ। অভিনয় জগতের সঙ্গে তাঁর প্রথম যোগসূত্র ছিল থিয়েটার। তাঁর অভিনীত ছবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল, 'মিস্টার ইন্ডিয়া' (Mr India), 'দিওয়ানা মস্তানা' (Deewana Mastana), 'ব্রিক লেন' (Brick Lane)2, 'সাজন চলে শ্বশুরাল' (Saajan Chale Sasural)।
সতীশ কৌশিকের পরিচালিত ছবিগুলির মধ্যে অন্যতম ছিল, 'রূপ কী রানি, চোরো কি রাজা' (Roop Ki Rani Choron Ka Raja), 'প্রেম' (Prem), 'হাম আপকে দিল মে রহেতে হ্যায়' (Hum Aapke Dil Mein Rehte Hain) ও 'তেরে নাম' (Tere Naam)।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -