Indian Womens Sports: মহিলাদের খেলাধূলোয় অলিম্পিক্সের মঞ্চে ভারতকে প্রথম সাফল্য এনে দেন ওঁরাই
গতকালই আন্তর্জাতিক নারী দিবস ছিল। অন্যান্য বিভিন্ন বিষয়ের সঙ্গে সঙ্গে খেলার দুনিয়াতেও নিজেদের ছাপ রেখেছেন ভারতের মেয়েরা। অলিম্পিক্সের মঞ্চে চলতি শতকে প্রথম সাফল্য পেয়েছিলেন ভারতের কর্ণম মালেশ্বরী।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০০০ সালে সিডনি অলিম্পিক্সে ভারোত্তনে ব্রোঞ্জ জিতেছিলেন কর্ণম মালেশ্বরী। তিনিই ভারতের প্রথম মহিলা হিসেবে অলিম্পিক্সের মঞ্চে পদক জিতেছিলেন।
কিংবদন্তী ভারতীয় মহিলা বক্সার মেরি কম। অলিম্পিক্সের মঞ্চে প্রথম মহিলা বক্সার হিসেবে পদক জিতেছিলেন মেরি।
২০১২ লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন মেরি। এছাড়াও রেকর্ড ৬ বার বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেতাব জিতেছেন মেরি।
ব্যাডমিন্টন প্রথম ভারতীয় মহিলা প্লেয়ার হিসেবে ২০১২ সালে অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সাইনা নেহওয়াল।
ব্যাডমিন্টনে রিও অলিম্পিক্সে রুপো জিতেছিলেন পিভি সিন্ধু। টোকিও অলিম্পিক্সেও ব্রোঞ্জ জেতেন তিনি। সিন্ধুই একমাত্র ভারতীয় ক্রীড়াবিদ যে দুবার অলিম্পিক্সে পদক জিতেছেন।
কুস্তিতে ৫৮ কেজি বিভাগে রেকর্ড গড়ে রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জেতেন হরিয়ানার সাক্ষী মালিক।
টোকিও অলিম্পিক্সে ভারোত্তলনে ৪৯ কেজি বিভাগে রুপো জেতেন ভারতের সাইখম মারীবাঈ চানু। তিনি ইতিহাস গড়েন।
টোকিওতেই অলিম্পিক্সের মঞ্চে অভিষেক হয়েছিল তাঁর। আর বক্সিংয়ে ৬৯ কেজি বিভাগে প্রথমবারেই ব্রোঞ্জ জিতে নিলেন লভলিনা বড়গোঁহাই।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -