Sauraseni Maitra: মডেলিং দিয়ে শুরু করে টলিউডের প্রথম সারির অভিনেত্রী, জন্মদিনে সৌরসেনীর কিছু কাজ
খুব অল্প বয়সেই মডেলিং দিয়ে কেরিয়ার শুরু করেন টলিউডের এই মুহূর্তের প্রথম সারির অভিনেত্রী সৌরসেনী মৈত্র।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১২ সালে বেদব্রত পাইনের পরিচালনায় 'চিটাগং' ছবির হাত ধরে অভিনয়ে আত্মপ্রকাশ সৌরসেনীর।
এরপর ২০১৫ সালে হিন্দি ড্রামা ঘরানার ছবি 'উমরিকা'য় দেখা যায় তাঁকে।
২০১৭ সালে একসঙ্গে দুটি ছবি মুক্তি পায় তাঁর। 'মাছের ঝোল' ও 'মেঘনাদ বধ রহস্য' দুই ছবিতেই মন জয় করেন সৌরসেনী।
২০১৮ সালে মৈনাক ভৌমিকের 'জেনারেশন আমি' ছবিতে তাঁকে দেখা যায়। ছিলেন ঋতব্রত মুখোপাধ্যায়।
ওই একই বছরে তাঁকে দেখা যায় অরিন্দম শীলের 'ব্যোমকেশ গোত্র' ও অঞ্জন দত্তের 'আমি আসব ফিরে' ছবিতে।
২০১৯ সালে ফের তাঁকে অঞ্জন দত্তের ছবি 'ফাইনালি ভালবাসা'য় অভিনয় করতে দেখা যায়।
২০২১ সালে মৈনাক ভৌমিকের 'একান্নবর্তী' ছবিতে দেখা যায় তাঁকে।
২০২০ সালে হইচই-এর 'ব্রেক আপ স্টোরি'র হাত ধরে ওটিটিতে ডেবিউ করেন সৌরসেনী।
জি ফাইভের 'লালবাজার' সিরিজেও তাঁর অভিনয় দক্ষতা প্রশংসিত হয়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -