'Sedin Kuyasha Chilo': চিরন্তন প্রেমকাহিনি নিয়ে আসছে 'সেদিন কুয়াশা ছিল', প্রকাশ্যে ট্রেলার
মুক্তি পেল পরিচালক অর্ণব কে মিদ্যার বহু প্রতীক্ষিত ছবি 'সেদিন কুয়াশা ছিল'র ট্রেলার।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appট্রেলার লঞ্চে অনুষ্ঠানে হাজির ছিলেন ছবির সকল কলাকুশলী, পরিচালক, প্রযোজক প্রত্যেকেই।
এদিনের অনুষ্ঠানে এসেছিলেন ছবির অন্যতম মুখ্য অভিনেতা জিতু কমল, অর্ণ মুখোপাধ্যায়, উপাবেলা মুখোপাধ্যায়, সায়ন্তনী গুহঠাকুরতা প্রমুখ।
অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সঙ্গীত পরিচালক রণজয় ভট্টাচার্য।
এই ছবির টাইটেল ট্র্যাক গেয়েছেন নচিকেতা চক্রবর্তী।
এছাড়াও নানা গানে কণ্ঠ দিয়েছেন লগ্নজিতা চক্রবর্তী, খরাজ মুখোপাধ্যায়, শাওনি মজুমদার, নিষ্ঠা সিন্হা।
'সেদিন কুয়াশা ছিল' এক চিরন্তন ভালোবাসার গল্প। যখন কাছের মানুষ দূরে সরে যায় তখন তাদের প্রতি ভালবাসার উপলব্ধি যেন আরও প্রখর হয়ে ওঠে। দূরত্ব কি ভালবাসার গভীরতা বাড়িয়ে তোলে? উত্তর দেবে এই ছবি।
ছবিতে সায়ন্তনের চরিত্রে অভিনয় করবেন জিতু, তাঁর বাবার চরিত্রে দেখা যাবে পরাণ বন্দ্যোপাধ্যায়কে। তাঁর মায়ের চরিত্রে অভিনয় করেছেন লিলি চক্রবর্তী। চিত্রশিল্পী অগ্নির চরিত্রে দেখা যাবে দেবশঙ্কর হালদারকে।
লেখক বরুণের চরিত্রে দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়কে। পরিচালক ইন্দ্রর চরিত্রে দেখা যাবে জয় সেনগুপ্তকে। অন্যদিকে বিপ্লবী নরেনের ভূমিকায় রয়েছেন অর্ণ মুখোপাধ্যায়। গৃহবধূ সুলক্ষণার ভূমিকায় অভিনয় করেছেন সৌরসেনী।
ছবির পরিচালনায় অর্ণব মিদ্যা। ৯ ফেব্রুয়ারি প্রেমের মরশুমে মুক্তি পাবে এই ছবি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -