Winter Care For Child : এই ঠান্ডায় বাচ্চাকে ভারী চাপা দিয়ে ঘুম পাড়ান? ঠান্ডার হাত থেকে বাঁচাতে তেল-মালিশ? ঠিক কি? কী বলছেন চিকিৎসকরা?
পারদের ওঠা-নামায় শিশুদের অবস্থা বেশ কাহিল। সর্দি-গর্মি লেগেই আছে। সেই সঙ্গে জ্বরও হচ্ছে । চিন্তায় অভিভাবকরা।
শীতে শিশুর যত্নের খুঁটিনাটি
1/9
শীতের এবার কোনও ঠিকঠিকানা নেই। তাপমাত্রার ওঠাপড়া চলছে অবিরাম। কখনও এক ধাক্কায় পারদ নামছে, কখনও আবার এমন আবহাওয়া, গরম কালকেও হার মানায় ।
2/9
পারদের ওঠা-নামায় শিশুদের অবস্থা বেশ কাহিল। সর্দি-গর্মি লেগেই আছে। সেই সঙ্গে জ্বরও হচ্ছে । চিন্তায় অভিভাবকরা।
3/9
একেবারে সদ্যোজাত শিশুদের যত্নের সময় নানা ভুল করে ফেলেন অভিভাবকরা। স্নান করানো থেকে গরম-জামা পরানো, নানা বিষয় নিয়েই বাড়ির বড়দের মনে প্রশ্ন থাকে।
4/9
অনেকেই সর্দিকাশিতে ওষুধ-পত্র না দিয়ে গরম তেল মালিশ করেন। অভিভাবকদের অনেকেরই ধারণা, বুকে-পিঠে তেল মালিশ করে দিলে বুঝি সর্দি উঠে যাবে। না, তা একেবারেই নয়। এতে সর্দি কাশি সারার ক্ষেত্রে কোনও উপকার হয় না।
5/9
যাঁরা সরষের তেল মাখাতে চান বাচ্চাকে, তাঁদের মনে রাখতে হবে, সব তেল শিশু শরীরের উপযুক্ত নয়।একবার বাচ্চার Rash বেরিয়ে গেলে কষ্ট কিন্তু কমার বদলে বেড়ে যাবে।
6/9
রোজ স্নান করাতে না চাইলেও অল্টারনেটিভ দিনে শরীর স্পঞ্জ করা প্রয়োজন । একদম সদ্য জন্মানো শিশুকে রোজ স্নান করান অনেকেই। তবে নতুন মায়েরা সবসময় পটু ভাবে সদ্যোজাতকে স্নান করাতে পারেন না। হালকা গরম জল দিয়ে শিশুর গা স্পঞ্জ করা যেতে পারে।
7/9
লেপ-কম্বল চাপা দেওয়া যায় সদ্যোজাতকে ?না। এতে খেয়াল না রাখলে এতে বিপদ ঘটতে পারে। কম্বল চাপা দিলে যদি বাচ্চার কষ্ট হয়, তাহলে সে তো মুখ ফুটে বলতে পারবে না। বরং লেপ, কম্বলের ভারে মৃত্যুর ঘটনাও ঘটে যেতে পারে। যাকে বলে সিট (SID : Sudden Infant Deaths)।
8/9
শিশুকে লেয়ারে পোশাক পরাতে হবে। অর্থাৎ বিশাল একটা মোটা কিছু না পরিয়ে একাধিক পোশাক স্তরে স্তরে পরানো যেতে পারে তাপমাত্রা অনুসারে। তাহলে কতটা ঠান্ডা পড়ল, তা ভেবেই বাচ্চাকে ভীষণ ভারী কিছু পোশাক বা জামার উপর জামা পরিয়ে দেবেন না।
9/9
মাকে বুঝে নিতে হবে শিশুর কি শীত করছে? নাকি মোটা মোটা জামাকাপড়ের নিচে সে ঘেমেনেয়ে গিয়েছে । তা বুঝে নিয়ে জামা পরাতে হবে বা খুলে নিতে হবে মাকেই।
Published at : 30 Jan 2024 02:45 PM (IST)