Music Festival: দেখতে দেখতে ১০ বছর পার 'স্বর সম্রাট ফেস্টিভ্যাল'-এর, এবার কী বিশেষ চমক?
দেখতে দেখতে এক দশক পার করে ফেলল 'স্বর সম্রাট ফেস্টিভ্যাল'। সরোদ শিল্পী পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ মজুমদার এই ফ্যাস্টিভ্যালের কাণ্ডারি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appতিনি তাঁর গুরু উস্তাদ আলি আকবর খাঁ সাহেবের নামে এই উৎসব করে আসছেন। এই অনুষ্ঠান তাঁর 'গুরু প্রণাম'।
এবছর উস্তাদ আলি আকবর খাঁ সাহেবের শতবর্ষ পূরণ হল। তাই এইবার বিশেষ আয়োজন করা হয় এই উচ্চাঙ্গ সঙ্গীতের আসরে।
এই প্রথম স্বর 'সম্রাট ফেস্টিভ্যাল' দেশের চার শহর, দিল্লি, কলকাতা, বেঙ্গালুরু ও মুম্বইয়ে অনুষ্ঠিত হচ্ছে।
কলকাতায় এই অনুষ্ঠান হবে ১৫ থেকে ১৮ ডিসেম্বর। দেশের তাবড় উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীরা এই উৎসবে অংশগ্রহণ করেন।
এবারও তার অন্যথা হবে না। উস্তাদ জাকির হুসেন, রশিদ খান, পণ্ডিত অজয় চক্রবর্তী, হরিপ্রসাদ চৌরাসিয়া, তন্ময় বসু-র মত গুণী শিল্পীরা এই বছর মাতিয়ে রাখবেন স্বর সম্রাটের মঞ্চ।
সম্প্রতি কলকাতার এক অভিজাত হোটেলে হয়ে গেল এই ফেস্টিভ্যালের সাংবাদিক সম্মেলন। সেখানে সঙ্গীত জগতের চাঁদের হাট বসেছিল।
পণ্ডিত অজয় চক্রবর্তী, বিক্রম ঘোষ, তন্ময় বসু, স্বপন চৌধুরী, শুভমিতা, জয় সরকার, শ্রীজাত এবং আরও গুণী মানুষ উপস্থিত ছিলেন।
এই সাংবাদিক সম্মেলনে পণ্ডিত তেজেন্দ্র নারায়ণ জানান কলকাতার 'লাভ লক প্লেস' এবার আলি আকবর খাঁ সাহেবের নামে হতে চলেছে।
সরকারি অনুমতি মিলেছে। ১০০ বছরে গুরুর প্রতি শিষ্যের এর চেয়ে ভাল শ্রদার্ঘ্য আর কীই বা হতে পারে!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -