Shah Rukh Khan: দুই বাহু ছড়িয়ে 'মন্নত'-এর ব্যালকনিতে শাহরুখ, পা মেলালেন 'ঝুমে জো পাঠান' গানের হুকস্টেপে
শনিবার হঠাৎই শাহরুখ অনুরাগীদের ইচ্ছাপূরণ। বিশালাকার 'মন্নত'-এর ব্যালকনিতে হাজির হলেন বাদশাহ।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅনুরাগীদের উদ্দেশে চিরাচরিত ঢঙে হাত নাড়লেন, ভালবাসা জানালেন, ছুঁড়ে দিলেন উড়ন্ত চুম্বন, এমনকী পা মেলালেন জনপ্রিয় 'ঝুমে জো পাঠান' গানে হুকস্টেপেও।
২০২৩ সাল শুরু হয় 'পাঠান' ছবির দুর্দান্ত সাফল্য দিয়ে। বলিউডে বিপুল লক্ষ্মীলাভ ঘটে বছরের শুরুতেই। একের পর এক রেকর্ড ভাঙে কিং খানের ছবি।
চার বছর পর মুখ্য চরিত্রে বড়পর্দায় ফিরে শাহরুখ খান যেন ঢেলে দেন বক্স অফিসে। দেশে-বিদেশে সাফল্যের ঝড় তোলার পর এবার টিভিতে আসতে চলেছে 'পাঠান'।
শনিবার বিকেলের দিকে মন্নতের ব্যালকনিতে, সেই পরিচিত স্থানে উপস্থিত হলেন শাহরুখ খান। পরনে সাদা সোয়েটশার্ট, সঙ্গে কার্গো প্যান্টস আর চোখে কালো রোদচশমা।
এসেই হাত নাড়তে শুরু করলেন বাড়ির সামনে ভিড় করে দাঁড়িয়ে থাকা অনুরাগীদের উদ্দেশে। মন্নতের সামনে তখন অনুরাগীদের চিৎকারে কান পাতা দায়।
তারই মাঝে ভেসে আসছে বিখ্যাত 'ঝুমে জো পাঠান' গান। হঠাৎই সেই গানের হুকস্টেপে কোমর দোলালেন কিং খান।
তারপরে শাহরুখের সেই সিগনেচার পোজ, দুই বাহু ছড়িয়ে ভালবাসার অঙ্গীকার। স্যালুট ছুঁড়ে দিলেন ভক্তদের উদ্দেশে।
আগামী ১৮ জুন, 'পাঠান' ছবির ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হবে স্টার গোল্ড চ্যানেলে।
সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় এই ছবি মুক্তি পায় চলতি বছরের ২৫ জানুয়ারি। সর্বকালের সর্বোচ্চ ব্যবসা করা হিন্দি ছবি এটি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -