French Open: ছুঁলেন ক্রিস এভার্টকে, আলকারাজকে হারিয়ে ষষ্ঠবার ফরাসি ওপেনের ফাইনালে জোকার
ফরাসি ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন নোভাকর জকোভিচ। এই নিয়ে ষষ্ঠবারের মত এই টুর্নামেন্টের ফাইনালে পৌঁছলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমহিলাদের কিংবদন্তি টেনিস প্লেয়ার ক্রিস এভার্টকে ছুঁলেন জোকার। এই মুহূর্তে বিশ্ব টেনিসে সর্বাধিক ৩২ বার গ্র্যান্ডস্লামের ফাইনালে ওঠার নজির এই ২ জনেরই।
বিশ্বের ১ নম্বর কার্লোস আলকারাজকে ৬-৩, ৫-৭, ৬-১, ৬-১ সেটে হারিয়ে দিলেন বিশ্বের ৩ নম্বর নোভাক জকোভিচ।
আলকারাজের বিরুদ্ধে প্রথম সেটটি ৬-৩ ব্যবধানে জেতেন জকোভিচ। যদিও পরের সেটটি ৭-৫ ব্যবধানে জিতে সমতা ফেরান আলকারাজ। কিন্তু তৃতীয় সেটে তাঁকে ক্র্যাম্পের সমস্যা ভোগাতে থাকে।
দ্বিতীয় গেমের পরেই তিনি চিকিৎসকদের ডাকেন। এরপর পুরো ম্যাচ খেলেই কোর্ট ছাড়লেন বটে, কিন্তু বাকি দুই সেটে কার্যত অসহায় দেখাল শীর্ষবাছাই আলকারাজকে।
অনুরাগীরা ভেবেছিলেন হয়ত নতুন প্রজন্মের হাতে উঠতে পারে ফরাসি ওপেনের ট্রফি। তবে ক্লে কোর্টে জকোভিচ যেন চিরকালীন। আলকারাজের ভাল কোর্ট কভারেজ, শট-কে হেলায় হারালেন তিনি।
এর আগে গোটা টুর্নামেন্টে একটিই মাত্র সেট হেরেছিলেন আলকারাজ। এদিনের ম্যাচও দুর্দান্ত শুরু করলেও তিনটি সেট হারতে হল তাঁকে।
অনুরাগীরা ভেবেছিলেন হয়ত নতুন প্রজন্মের হাতে উঠতে পারে ফরাসি ওপেনের ট্রফি। তবে ক্লে কোর্টে জকোভিচ যেন চিরকালীন। আলকারাজের ভাল কোর্ট কভারেজ, শট-কে হেলায় হারালেন তিনি।
ম্যাচ শেষে জকোভিচও পিঠে হাত দিয়ে আলকারাজকে সান্ত্বনা দেন। প্রসঙ্গত, এই নিয়ে সপ্তমবার ফরাসি ওপেনের ফাইনালে উঠলেন জকোভিচ।
২০১৬ ও ২০২১ সালের পর তৃতীয়বার ফরাসি ওপেন খেতাব জয়ের হাতছানি জকোভিচের সামনে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -