সামনে এল সুহানার নয়া লুক, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ফটোশ্যুটের ছবি
শাহরুখ জানিয়েছেন, আগে সুহানা পড়াশোনা সম্পূর্ণ করুক। তারপর নিজের পছন্দ অনুযায়ী কেরিয়ার তৈরি করবে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগেও সোশ্যাল মিডিয়ায় সুহানার গ্ল্যামারাস ছবি সামনে এসেছে। আর তা দেখে সুহানার বলিউডে অভিষেক ঘিরেও জল্পনা ছড়িয়েছিল।
আর এমন সময়ে গৌরি ছেলে-মেয়েদের নিয়ে বিভিন্ন ধরনের সৃষ্টিশীলতার মাধ্যমে দারুণ একটা সময় কাটাচ্ছেন।
কিন্তু লকডাউনের কারণে আপাপত মুম্বইয়ে নিজেদের বাড়িতে রয়েছেন।
সুহানা লন্ডনে পড়াশোনা করেন।
ছবি শেয়ার করে গৌরি জাানিয়েছেন, কোনওরকম মেকাপ ও হেয়ারস্টাইল ছাড়াই সুহানার এই ফটোশ্যুট করেছেন তিনি।
ছবিতে সুহানাকে অফ শোল্ডার টপ ও জিন্স পরে থাকতে দেখা গিয়েছে।
সুহানার ওই ফটোশ্যুট করেছেন তাঁর মা গৌরি খান। এরপর তাঁরা দুজনেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের জন্য শেয়ার করেছেন।
লকডাউনের জন্য সবাই গৃহবন্দি। এই অবস্থায় সেলেবিট্রিরা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। তাঁরা তাঁদের বিশেষ কিছু সৃষ্টিশীলতা সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ারের মাধ্যমে অনুরাগীদের কাছে পৌঁছে দিচ্ছেন। এবার বলিউডের তারকা শাহরুখ খানের মেয়ে সুহানার সাম্প্রতিক লুক সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পড়েছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -