Shah Rukh Khan’s birthday: 'ভাই' শাহরুখকে জন্মদিনে শুভেচ্ছা সলমনের, বন্ধুর বার্থডে-তে আবেগপ্রবণ কর্ণ

ভারতীয় সিনেমার আইকন তিনি। অভিনয়ের জাদুতেই দর্শকদের মন জয় করে চলেছেন সব সময়। তিনি রোমান্সের রাজা, তিনি কিং খান, তিনি শাহরুখ। আজ তার ৫৬তম জন্মদিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
নিজের মতো পরিবারের সঙ্গে কাটালেও সোশ্যাল মিডিয়ায় কিং খানকে নিয়ে উচ্ছ্বাসে কোনও ঘাটতি নেই অনুরাগীদের। বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডল উপচে পড়ছে বলিউড সুপারস্টারকে শুভেচ্ছা জানানোয়।

জন্মদিনে শাহরুখকে ভাই বলে সম্বোধন করে শুভেচ্ছা জানালেন সলমন।
টুইটারে 'ভাই' সলমন আরেক ভাইকে লেখেন, আজ আমার ভাইয়ের জন্মদিন। হ্যাপি বার্থ ডে মেরে ভাই….শাহরুখ।
এমনকী আরিয়ান খান যখন বন্দি ছিলেন জেলে সেই সময়ও মন্নতে ছুটে গিয়েছিলেন সলমন।
অন্যদিকে জন্মদিনে কাছের বন্ধুকে শুভেচ্ছা জানিয়ে দীর্ঘ বন্ধু কর্ণ জোহর। তিনি পোস্টে জানান যে এমন একজন মানুষের সঙ্গে দেখা হয়েছিল, যে আমার জীবনটাই বদলে দিয়েছে। বদলে দিয়েছে আমার কেরিয়ার।
শাহরুখের জন্মদিনে খোলা চিঠি লিখেছেন আলিয়াও। ‘ডিয়ার জিন্দেগি’ কো-স্টারের কথায় ‘ভালোবাসার সমার্থক শব্দ তুমি’
আমার প্রিয় ব্যক্তি, শুধু সিনেমার রাজা নও তুমি, উদারতার আদর্শ পাঠ তুমি… হয়ত সবকিছুই তুমি!! শুভ জন্মদিন শাহরুখ, তুমি ভালোবাসার সমার্থক ছিলে, আছো আর থাকবে। ভালোবাসা এই পৃথিবীর সবচেয়ে বড় বিষয়, আর তুমি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -