Benefits of Coffee : প্রখর রোদে নষ্ট হচ্ছে ত্বক ? কাজে লাগতে পারে কফি
গরমে রোদে বাইরে বেরোলে ত্বকের নানা সমস্যা হয়। এক্ষেত্রে কাজে আসতে পারে কফি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকফিতে রয়েছে উচ্চমাত্রার ক্যাফিন ও অ্যান্টি-অক্সিডেন্ট। যা ত্বককে পুনরুজ্জীবিত করতে পারে।
কফিতে থাকা ক্যাফিন সূর্যের আল্ট্রা-ভায়োলেট রশ্মি থেকে ত্বকের কোষকে সুরক্ষিত রাখে।
কফি মূত্রবর্ধক হওয়ায়, চোখের চারপাশে ফোলাভাব কমাতে পারে।
কফি মৃত কোষ নষ্ট করে দিয়ে ত্বককে টানটান রাখে।
ত্বকের লালচে ও বলি-ভাব কাটাতে সাহায্য করে কফি।
ভিটামিন বি৩ (নিয়াসিন)-তে সমৃদ্ধ কফি। নিয়াসিন ননমেলানোমা ত্বক-ক্যান্সার প্রতিরোধে সহায়ক হতে পারে এবং সম্ভবত অন্যান্য ত্বকের বৃদ্ধি রোধ করতে পারে।
ক্ষত বা ঘন ঘন ত্বকের সংক্রমণের ক্ষেত্রে, কফির নিয়মিত ব্যবহার ক্ষতিকারক ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করতে পারে।
চোখের তলায় তৈরি হওয়া কালচে বৃত্ত মোকাবিলায় সাহায্য করে কফি।
কফির বার্ধক্য-রোধী উপকারিতাও পোস্ট-সান কেয়ার হিসেবে ব্যবহার করা যেতে পারে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -