Shovan Ganguly-Sohini Sarkar: বৃষ্টি ভিজে আদুরে গায়ে হলুদ, শোভন-সোহিনী শেয়ার করলেন বিয়ের অ্যালবাম
হলুদে মাখামাখি। একসঙ্গে গায়ে হলুদ শোভন গঙ্গোপাধ্যায় আর সোহিনী সরকারের। এই প্রথম প্রকাশ্যে এল শোভন-সোহিনীর গায়ে হলুদের ছবি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appআলাদা-আলাদা নয়, একসঙ্গেই গায়ে হলুদ সেরেছেন শোভন সোহিনী। কলকাতার বাইরে একটি খামারবাড়িতেই হয়েছে যাবতীয় বিয়ের উৎসব-আয়োজন।
বিয়েরদিন সকালে, গায়ে হলুদের সময় অতিথি অভ্যাগতদের সকলকে হলুদ পোশাক পরতে অনুরোধ করেছিলেন সোহিনী। নিজে পরেছিলেন সাদা শাড়ি লাল পাড়।
শোভন-সোহিনীর গায়ে হলুদের সময় বৃষ্টি হয়েছিল, কাজেই বৃষ্টিতে ভিজে অভিনব গায়ে হলুদ সারেন তাঁরা। হলুদে-ফুলে মাখামাখি শোভন-সোহিনী।
সোশ্যাল মিডিয়ায় এর আগে সোহিনীর সঙ্গে গায়ে হলুদের একটিই মাত্র ছবি শেয়ার করে নিয়েছিলেন শোভন, সেখানে তিনি লিখেছিলেন, 'নতুনের মতো কেউ'
১৫ জুলাই আইনি বিয়ে, মালাবদল সেরেছেন শোভন-সোহিনী। কলকাতা থেকে দূরে, কেবলমাত্র কিছু ঘনিষ্ঠ বন্ধুদের নিয়েই বিয়ে সেরেছিলেন তাঁরা
বিয়েতে ছিল গান-বাজনা থেকে শুরু করে ঢালাও বাঙালি খাওয়ার আয়োজন। বিয়ের সকালে কনের অনুরোধে সবাই পরেছিলেন হলুদ পোশাক।
বিয়ের পরে শোভনের বাড়িতে চলে আসেন সোহিনী। পরেরদিন তাঁর ভাত কাপড়ের অনুষ্ঠান ছিল। একেবারে ঘরোয়াভাবেই সেই অনুষ্ঠান হয়।
সন্ধেয় গোলাপি বেনারসিতে সেজেছিলেন সোহিনী। সেই ছবি শেয়ার করে সোহিনীর বার্তা, 'আগলে রাখব - যত্নে থাকব।'
সোশ্যাল মিডিয়ায় শোভন সোহিনীর একগুচ্ছ ছবি দেখে উচ্ছ্বসিত অনুরাগীরা। ভালবাসা উজাড় করে দিয়েছেন তাঁরা ছবির কমেন্টবক্সে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -