Paris Olympics 2024: প্যারিসেই অভিষেক, নিজেদের প্রথম অলিম্পিক্সেই পদক জয়ের বড় দাবিদার এই ভারতীয় অ্যাথলিটরা
ভারতের হয়ে প্যারিস অলিম্পিক্সে অভিষেক ঘটানো তারকাদের মধ্যে সম্ভবত সবথেকে পদক জয়ের দাবিদার নিখাত জারিন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০২২ এশিয়ান গেমসে ব্রোঞ্জ, ২০২৩ কমনওয়েলথ গেমসে সোনাজয়ী বক্সারের থেকে ভারতীয় সমর্থকদের প্রচুর আশা প্রত্যাশা রয়েছে।
টোকিওর মতো প্যারিসেও নীরজ চোপড়ার থেকে পদক জয়ের আশা তো রয়েইছে। তবে আরেক ভারতীয়ও জ্যাভলিন থ্রোয়ারও কিন্তু তালিকায় থাকবেন।
তিনি কিশোর জেনা। ২০২২ এশিয়ান গেমসে নীরজ যেখানে সোনা জেতেন, সেখানে ঠিক তার পরে শেষ করেই রুপো জিতেছিলেন ওড়িশার অ্যাথলিট।
গত বছর শ্যুটিং বিশ্বকাপে সোনা জিতেছিলেন বছর ২২-র সরবজ্যোৎ সিংহ।
১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে সোনাজয়ী সরবজ্যোৎ জুনিয়ার এবং সিনিয়র, উভয় স্তরেই একাধিক ইভেন্টে পদক জিতেছেন। এই তারকার থেকে প্যারিসও কিন্তু ভাল কিছুর প্রত্যাশা থাকবে।
২৪ বছর জ্যোতি ইয়ারাজি একের পর এক টুর্নামেন্টে দুরন্ত পারফর্ম করে পদক জয়ের আত্মবিশ্বাস নিয়েই প্যারিস অলিম্পিক্সে অংশগ্রহণ করতে নামবেন।
জাতীয় রেকর্ডধারী হার্ডলার এশিয়ান অ্যাথলেটিক্স এবং এশিয়ান ইন্ডোর অ্যাথলেটিক্সে পদক জিতেছেন। ২০২৩ সালের এশিয়ান গেমসে তাঁকে প্রথমে ফলস স্টার্টের জন্য বাতিল করা হলেও, নাটকীয়ভাবে পরে সিদ্ধান্ত বদল হয় এবং তিনি রুপো জিতে নেন।
এই তালিকায় সবার শেষে যিনি রয়েছেন, তাঁর কথা না বললেই নয়। তিনি অনুশ আগরওয়ালা। কলকাতার ছেলে।
অশ্বারোহনে তাঁর হাত ধরেই গত বছর অশ্বারোহনে সোনা এসেছিল ভারতের ঝুলিতে। এবার কিন্তু সকলকে চমকে দিয়ে প্যারিসেও ফের একবার ইতিহাস লিখতে পারেন অনুশ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -